সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: দিদির সুরক্ষা কবচ কর্মসূচীতে গ্রামে গিয়ে গ্রামের মানুষের অভাব অভিযোগের কথা শুনলেন তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী। বাঁকুড়ার তালডাংরা বিধানসভার আদিবাসী অধ্যষিত বলরামপুর গ্রামে গিয়ে আবাস যোজনার প্রকল্প থেকে অনেকের নাম বাদ গ্রামে পানীয় জলের সংকট রয়েছে গ্রামের মানুষ বিধায়কের কাছে জানালেন সমস্যার কথা। মঙ্গলবার গ্রামের মানুষের দরজায় বসে মানুষের সমস্যার কথা শুনে এক শ্রেনীর সরকারি আধিকারিকের বিরুদ্ধে সরব হলেন তিনি। গ্রামের মানুষের সাথে কথা বলার সময় তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী বলেন কিছু সরকারী আধিকারিক আছে যারা নাম লিখছে না এন্ট্রি করছে না আমি দিদির দূত হয়ে সেগুলো খতিয়ে দেখতে এসেছি। এদিন বিধায়ক সংবাদ মাধ্যমের কাছে জানান, এই গ্রামে অনেকের বাড়ির দরকার ছিল তাদের নাম কেন বাদ দেওয়া হল সেটা জানার চেষ্টা করব। এর পাশাপাশি বিধায়কের দাবি জনপ্রতিনিধিরা যেমন গ্রামে গ্রামে ঘুরছেন প্রশাসনিক আধিকারিকদের গ্রামে গ্রামে ঘোরার প্রয়োজন আছে। শুধু অফিসে বসে কাজ করলেই হবেনা গ্রামের মানুষের দরজায় গিয়ে সরকারী আধিকারিকদের খোজ নিতে হবে গ্রামের মানুষ পরিষেবা পাচ্ছে কিনা। এই বিষয় নিয়ে তিনি বিধানসভায় সরব হবার কথাও জানিয়েছেন বিধায়ক অরূপ চক্রবর্তী। সম্প্রতি একটি সভায় তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী আবাস যোজনা নিয়ে বিডিও দের হুশিয়ারি দিয়েছিলেন, তিনি বিডিও দের হুশিয়ারি দিয়ে বলেন দোতলা বাড়ি থাকার পরে যদি কোন উপভোক্তা সরকারী আবাস যোজনার বাড়ি পায় তাহলে সেই বিডিওর চাকরি থাকবে না। মঙ্গলবার ফের আর একবার সরকারী আধিকারিকদের নিশানা করলেন তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী। এদিকে মঙ্গলবার হাতের কাছে বিধায়ক কে পেয়ে গ্রামে পানীয় জলের সমস্যার সমাধান ও আবাস যোজনার বাড়ি পাওয়ার আবেদন করতেও দেখা গেল গ্রামের মানুষকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct