সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: বীরভূম জেলার ইলামবাজারের “প্রত্যাশা তোমার আমার সবার” নামক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অসহায় ও পিছিয়ে পড়া পথ শিশুদের নিয়ে “প্রত্যাশা হৈ চৈ”অনুষ্ঠানের আয়োজন করে। নেতাজির জন্মদিন উপলক্ষে ইলামবাজার চৌপাহারি জঙ্গলের চারটি আদিবাসী পাড়ার শিশু ও বাসিন্দাদের নিয়ে আমখই ফসিল পার্কে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সংস্থার সভাপতি আব্দুল খালেক মল্লিক জানান, দাতা আব্দুল লালনের সহযোগিতায় শীতবস্ত্র প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct