আপনজন ডেস্ক: দীর্ঘদিন পর বড় পর্দায় বলিউড বাদশা শাহরুখ খান। দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আজই (২৫ জানুয়ারি) বিশ্বের শতাধিক দেশে সাড়ে ৭ হাজারের বেশি সিনেমা হলে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘পাঠান'। যে তালিকায় যুক্ত হতে চেয়েছিল বাংলাদেশও। তবে শেষ পর্যন্ত প্রায় ২৫০ কোটি টাকা বাজেটের সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে না। সাফটা চুক্তির আওতায় সিনেমাটি বাংলাদেশেও একই সময়ে মুক্তি দেওয়া যাবে কি না, মঙ্গলবার (২৪ জানুয়ারি) সে বিষয়ে জরুরি বৈঠক হয় তথ্য মন্ত্রণালয়ে। যেখানে হাজির ছিলেন মন্ত্রণালয়ের শীর্ষ কর্তাসহ চলচ্চিত্রকার কাজী হায়াৎ, হলমালিক ওনার্স অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজার সুদীপ্ত কুমার দাস প্রমুখ। বৈঠক শেষে নিশ্চিত করা হয়, আপাতত ‘পাঠান' বাংলাদেশে মুক্তি পাচ্ছে না। কারণ, আইনি জটিলতা। ফলে কিছুদিন ধরে চেষ্টা চালানো বাংলাদেশের অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্টের চেষ্টাটাও আলোর মুখ দেখছে না। তবে তারা চেষ্টা করছে, শীঘ্রই পদ্মাপাড়ের দেশটিতে শাহরুখের এই ছবি প্রদশর্নের। ‘পাঠান’ছবিটি নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে শাহরুখ খান একজন ‘র’ এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন।ভিলেন হিসেবে থাকছেন জন আব্রাহাম। আর নায়িকা দীপিকা পাড়ুকোন। এই ছবিতে দেখা যাবে সালমান খানকেও।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct