সন্ন্যাসী কাউরী, পাঁশকুড়া, আপনজন: ছাত্র-ছাত্রীদের মধ্যে সুস্থ সাংস্কৃতিক চিন্তা চেতনার প্রসার ঘটাতে বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করল শ্যামসুন্দরপুর পাটনা হাইস্কুল। সোমবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্মজয়ন্তী এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন। উপস্থিত ছিলেন কলকাতা দূরদর্শন কেন্দ্রের প্রাক্তন আধিকারিক বনবিহারী পাহাড়ি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি তথা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক অশ্বিনী কুমার কাজলী, বিশিষ্ট সাংবাদিক দিগন্ত মান্না সহ বিশিষ্ট জনেরা। এদিন ছাত্র-ছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান ব্রতচারী লোকনৃত্য কাটি নৃত্য পরিবেশন করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষিকারা। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে পূর্বে অনুষ্ঠিত বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct