আপনজন ডেস্ক: আগামী ৬-৭ ফেব্রুয়ারি শিলিগুড়ি কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামে শিক্ষক শিক্ষা কর্মী সমিতির ১৬তম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন। সেই সম্মেলনকে সামনে রেখে সোমবার কলকাতার শিয়ালদহের জর্জ ভবনে রাজ্যের প্রত্যেকটি জেলার সমিতির নেতৃত্ববৃন্দ ও প্রধান শিক্ষকদের উপস্থিতিতে এক প্রস্তুতি সভা হয়। এ বিষয়ে সমিতির মুখপাত্র সৈয়দ সাজ্জাদ হোসেন বলেন, ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে শিক্ষক প্রতিনিধিরা সম্মেলনে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। রাজ্যব্যাপী সম্মেলনকে কেন্দ্র করে শিক্ষকদের মধ্যে একটা বাড়তি উদ্দীপনা তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন। সাজ্জাদ বলেন, শিলিগুড়িতে দুদিনের সম্মেলনে মূলত আগামী দিনে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ঐতিহ্যকে বজায় রেখে যে সমস্ত সমস্যা আছে তার সমাধানের রূপরেখা তৈরীর জন্য রাজ্যের বিভিন্ন শিক্ষক প্রতিনিধিরা তাদের সুচিন্তিত মতামত দেবেন। দাবি থাকবে যত দ্রুত সম্ভব মাদ্রাসায় শিক্ষক নিয়োগ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct