এম মেহেদী সানি, বারাসত, আপনজন: উত্তর ২৪ পরগনা জেলার বিড়ার রাউতাড়া মহেন্দ্রনাথ মেমোরিয়াল হাই স্কুলে অনুষ্ঠিত হলো বিশ্ব নবী হজরত মুহাম্মদের (সা.) জীবন আদর্শ নিয়ে বিশেষ আলোচনা সভা। এদিন বিভিন্ন ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শহীদ নুরুল ইসলাম, মহাবিদ্যালয় এর অধ্যাপক ড. আবুল কালাম। তিনি বলেন, ‘বিশ্ব নবীর আদর্শ বর্তমান সময়ের ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে জানা প্রয়োজন।’ এদিন তিনি বক্তব্যের মধ্য দিয়ে বিশ্ব নবীর সামাজিক জীবনের বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন। পিওয়াইএফ এর রাজ্য সভাপতি সিয়ামত আলী বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘নবী হযরত মুহাম্মদ (সা.) সমস্ত মানুষের কল্যাণের জন্য এ পৃথিবীতে এসেছিলেন। শুধুমাত্র মুসলিমদের জন্য তিনি এসেছিলেন এটা সম্পূর্ণ ভুল ধারণা।’ মাহমুদুল হক তরফদার এর তত্ত্বাবধনায় সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সুশান্ত বিশ্বাস। প্রধান শিক্ষক জিয়াউল হকের বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবড়া-১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ শামসুর হক, নারায়নপুর হাই স্কুলের প্রধান শিক্ষক অঞ্জন কুমার বসু, সুশান্ত বিশ্বাস, সুরজিৎ পাল প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct