আপনজন ডেস্ক: টীকার কার্ড সবসময় সামলে রাখা, একটি টীকা হয়ে গেলে তাতে টিক দিয়ে রাখা, কখন পরের টীকা নিতে হবে। সদ্যজাত শিশুর টীকা নিয়ে এমন অনেক কিছুই খেয়াল রাখতে হয়। তবে আর কিছুদিন পর থেকে এত ঝক্কি পোয়াতে হবে না। একটি অ্যাপেই সমস্ত হিসেবনিকেশ করে রাখা যাবে। কিছু ক্ষেত্রে অ্যাপ নিজেও মনে করিয়ে দিতে পারে টীকার কথা। সম্প্রতি কোউইন অ্যাপের সাফল্য দেখে এমন পদক্ষেপই নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। কোউইন অ্যাপের আদলেই আসছে ইউউইন অ্যাপ। ভারতের সার্বিক টীকাকরণ প্রকল্প (ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম) এবার একটি অ্যাপেই নথিভুক্ত থাকবে। দেশের প্রতিটি রাজ্যের দুটি করে জেলা ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে পরীক্ষামূলকভাবে এই অ্যাপ চালু হয়ে গিয়েছে। দেশজু়ড়ে মোট ৬৫ টি জেলায় আপাতত চালু থাকবে এই অ্যাপ। ১১ জানুয়ারি উদ্বোধন করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct