আজিজুর রহমান, গলসি, আপনজন: গলসির গলিগ্রামে এলেন বর্ধমান দুর্গাপুর লোকসভার সাংসদ সুরেন্দ্র সিং আহলুওয়ালিয়া। সেখানে তিনি স্থানীয় বেশকিছু গ্রামবাসীর সাথে কথা বলেন। সাথে ছিলেন জাতীয় সড়ক কতৃপক্ষের প্রতিনিধিরা। জানা গেছে, ২ নং জাতীয় সড়কের গলিগ্রাম গুসকরা মোড়টি এলাকার গুরুত্বপূর্ণ জায়গা। যেখানে বহু ছাত্র ছাত্রী নিত্যদিন স্কুলে যাবার জন্য রাস্তা পারাপার করেন। তাছাড়া স্থানীয় মানুষ সহ দুতিনটি গ্রামের চাষিরা মোড় পেরিয়ে মাঠে যান। মোড়টিতে বহু মানুষ পরাপার করায় বিগত দিনে প্রচুর দুর্ঘটনা ঘটেছে। এমনকি ওই মোড়ে বহু মানুষ পথ দুর্ঘটনার কবলে পরে মারাও গেছেন। বর্তমানে ২ নং জাতীয় সড়ক ছয় লেন হচ্ছে। তবে ওই মোড়টিতে উড়ালপুল হচ্ছে না জানতে পেরে উড়ালপুলের দাবিতে বেশ কয়েকবার আন্দোলন করেছিলেন স্থানীয়রা। এমনকি তারা বেশ কয়েকবার ২ নং জাতীয় সড়কের গুসকরা মোড় অবরোধ করেছিলেন। স্থানীয়দের দাবির কথা মাথায় রেখে মোড়টি খতিয়ে দেখতে আসেন সাংসাদ এসএস আহলুওয়ালিয়া।
তিনি বলেন, জনগনের কথা শোনা হল। ওটা সড়ক কতৃপক্ষ স্টাডি করবে। নিশ্চয়ই সহযোগিতা করার চেষ্টা করা হবে। এলাকাবাসী সমরেশ ঠাকুর বলেন, আজ সাংসদকে আমরা আমাদের দাবীর গুরুত্ব বোঝাতে পেরেছি। তবে আজ বললেই তো কাল হয়ে যাবে না। তিনিও জায়গায় গুরুত্ব বুঝেছেন। উড়ালপুলের জন্য তিনি সকল প্রকার সহযোগিতা করবেন বলে তাদের আশ্বাস দিয়েছেন। তাছাড়া পাশের বাদামতলা মোড়ে যদি আর একটি আন্ডারপাস হয় তাতে হোক। সেটাতে তাদের কোন আপত্তি নেই। তবে গুসকরা মোড়টিতে উড়ালপুল তাদের নতুন দাবী। স্থানীয় বাসিন্দা অসীম চক্রবর্তী বলেন, আমরা বার বার আন্দোলন করেছি। কারন গলিগ্রাম গুসকরা মোড়টিতে বহু দুর্ঘটনা ঘটেছে। সাংসদ এসে আমাদের সাথে আলোচনা করেছেন। আজও তার কাছে আশ্বাস পেলাম। তিনি সবরকম ভাবে সহযোগিতা করবেন বলেছেন। তবে না হলে জনগনের স্বার্থে আমরা আরও বৃহত্তর আন্দোলন করবো। প্রয়োজনে আমরা আদারতের দ্বারস্থ হব।