সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ, বীরভূম, আপনজন: বীরভূম জেলার রামপুরহাট মহকুমার পাথর খাদান এলাকায় ডিসিআর এর গেট বসিয়ে পাথর ভর্তি ট্রাক থামিয়ে টাকা আদায়ের যে পদ্ধতি তা সম্পূর্ণ বেআইনি বলে সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সঞ্জীব বর্মনের দাবি। মঙ্গলবার রামপুরহাটে এক সাংবাদিক সম্মেলন করে ডিসিআর সহ বিভিন্ন বিষয়ে সরকার সহ শাসকদলের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এবং আগামী দিনে দ্বিমুখী আন্দোলন তথা রাস্তায় নেমে আন্দোলন ও আইনগত ভাবে লড়াইয়ে নামবেন বলে হুঁশিয়ারি দেন। ডিসিআর নিয়ে বক্তব্য যে, বগটুই কান্ড, অনুব্রত মন্ডলের জেল হেফাজত ইত্যাদির পরিপ্রেক্ষিতে বেশকিছুদিন বন্ধ থাকার পর পুনরায় সেই গেট চালু করা হয়েছে। এনিয়ে ইতিমধ্যে সিপিআইএম এর পক্ষ থেকে বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। ডিসিআর সম্পর্কিত বিষয়ে রামপুরহাট মহকুমার চারটি থানাতে গেট বন্ধ তথা অবৈধ ভাবে ট্রাক থামিয়ে টাকা আদায়ের বিরোধিতা করা হয়েছে। সেই সাথে স্পীড হয়েছে ও ক্যুরিয়ারের মাধ্যমে থানায় অভিযোগ জানানো হয়েছে এমনকি এফআইআর হিসেবে লিপিবদ্ধ করার জন্য আবেদন করা হয়। সেখানে প্রশ্নগুলো তোলা হয়েছে- ডিসিআর যদি আইনসম্মত তাহলে এতদিন বন্ধ হলো কেন। চালু হলে বিএল আর ও অফিস থেকে কর্মীরা আদায়ের দায়িত্বে ছিলেন। সেটা প্রাইভেট এজেন্সির মাধ্যমে আদায় হচ্ছে। ডুপ্লিকেট কার্বন রিসিভ আইনগতভাবে এর মালিক রাজ্য সরকারের ভূমি রাজস্ব দপ্তর। প্রাইভেট এজেন্সির মাধ্যমে ব্যক্তি বিশেষের কাছে যাচ্ছে কি করে। পাথর ভর্তি ট্রাকে যে টাকা করে আদায় করা হচ্ছে যাহা সরকারি হিসেবে বহুগুণ বেশি।জেলা প্রশাসনের কোষাগারে যে টাকা জমা হয়েছে হিসেব নেই। বেআইনি ভাবে তোলা টাকা মূলত তৃনমূল কংগ্রেসের পঞ্চায়েত নির্বাচনের তহবিল আদায় করছে বলে শাসক দলকে সরাসরি কটাক্ষ করেন। পাশাপাশি রামপুরহাট পৌরসভার বেশ কিছু কাজকর্মের উপর ও ক্ষোভ প্রকাশ করেন। এছাড়াও হুঁশিয়ারি দেন যে আগামী দিনে ডিসিআর গেট বন্ধের দাবিতে আইনগতভাবে এবং রাস্তায় নেমে আন্দোলন শুরু করা হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct