আপনজন ডেস্ক: ২০২১ সালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির টেবিলে দুই পা উঠিয়ে ছবি তুলেছিলেন এক ব্যক্তি। ক্যাপিটল হিলে হামলার সময়কার ওই ঘটনায় সেই ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছেন। আলজাজিরা জানিয়েছে, ক্যাপিটল হিল হামলার ঘটনায় সব কটি অভিযোগে সোমবার তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। চলতি বছরের ৩ মে ওয়াশিংটন ডিসির আদালতে তার সাজা ঘোষণা করা হবে। প্রসঙ্গত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে তাণ্ডব চালান। ওই সময় প্রতিনিধি পরিষদের স্পিকার ছিলেন ন্যান্সি পেলোসি। তার টেবিলে পা উঠিয়ে ছবি তুলেছিলেন রিচার্ড বার্নেট। পরবর্তী সময়ে ক্যাপিটল হিলে হামলার ঘটনার প্রতীকী ছবিতে পরিণত হয়েছিল এটি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, আটটি অভিযোগ করা হয়েছিল রিচার্ড বার্নেটের বিরুদ্ধে। সোমবার আদালতে দুই ঘণ্টা ধরে বিচারপতিরা তাদের পর্যবেক্ষণ দিয়েছেন। এরপর সব কটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct