আপনজন ডেস্ক: গির্জায় ফুল উপহার দিয়ে পবিত্র কোরআন পোড়ানোর নিন্দা জানিয়েছেন তুরস্কের মারদিন প্রদেশের আরতুকলো শহরের একদল মুসলিম। সুইডেনের রাজধানী স্টকহোমে চরমপন্থীদের কোরআন অবমাননার প্রতিক্রিয়ায় অভিনব এই কর্মসূচি নেন তারা। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানায়, রবিবার (২২ জানুয়ারি) পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদ জানাতে স্থানীয় গির্জা কর্তৃপক্ষকে ফুল উপহার দেওয়ার কর্মসূচি পালন করেন মুসলিম তরুণরা। ফুল বিতরণের ভিডিও চিত্র ধারণ করে ইবরাহিম খলিল বলেন, ‘সুইডেনে সংঘটিত হৃদয়বিদারক ঘটনার পরিপ্রেক্ষিতে একজন মুসলিম তরুণ হিসেবে আমরা চিন্তা করেছি কিভাবে এই ঘ্টনার প্রতিবাদ জানানো যায়। অতঃপর আমরা মুসলিম হিসেবে নবী মুহাম্মদ (সা.)-এর উপদেশ অনুসরণের চেষ্টা করি।’ উল্লেখ্য, গত শনিবার সুইডেনের রাজধানী স্টকহোমে তুর্কি দূতাবাসের কাছে ডেনমার্কের কট্টরপন্থী ‘হার্ড লাইন’ দলের নেতা রাসমুস পালুদান পুলিশের কঠোর নিরাপত্তায় পবিত্র কুরআনের একটি কপি পুড়িয়ে দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct