আপনজন ডেস্ক: আমাদের অনেকের ধারণা রাতে রাতে জ্বর আসলেই নাকি জ্বরঠোসা হয়। আসলে কতটুকু সত্যি তা আমরা আজকের লেখা থেকে জানতে চেষ্টা করবো। জ্বরঠোসা সত্যিকারে শুধুমাত্র জ্বরের কারণে হয়ে থাকে না। এর একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আজকে এটি সম্পর্কে আমরা জানাবো। এই জ্বরঠোসা আমাদের যন্ত্রণা দেয়, দেখতেও খারাপ লাগে। বিশেষজ্ঞরা বলেন, জ্বরঠোসা ছোঁয়াচে। আর জ্বরঠোসা পুরোপুরি সারতে প্রায় এক মাস লেগে যায়।
বিরক্তিকর জ্বরঠোসা দ্রুত সারাতে চাইলে ঘরোয়া কিছু উপায় জেনে নিন-
> অ্যান্টি ভাইরাল উপাদান সমৃদ্ধ টি ট্রি অয়েল তুলায় নিয়ে ঘা-এর ওপরে লাগান। দিনে বেশ কয়েকবার দিলে ভাইরাস ইনফেকশন রোধ করে।
> সুতির কাপড় অ্যাপেল সিডার ভিনিগার ভিজিয়ে কোল্ড সোর বা জ্বরঠোসার ওপরে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন।
> রসুনের কোয়া বেটে সরাসরি ক্ষততে দিনে দুই থেকে তিনবার লাগান।
> ক্ষতস্থানে অ্যান্টিমাইক্রোবিয়াল সমৃদ্ধ মধু লাগিয়ে রাখুন ৫ থেকে ১০ মিনিট। দিনে দুইবার ব্যবহার করুন।
> ঘা ছড়িয়ে পড়লে বা বেশি ব্যথা হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct