আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশে ফের জাতপাতের বলি হল এক দলিত কিশোর। বদাউন জেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ১০ বছর বয়সী এক দলিত বালককে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যায় তৃতীয় শ্রেণির ওই ছাত্র নিখোঁজ হয় এবং কয়েক ঘন্টা পরে গ্রামের খামারের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার দেহ পাওয়া যায়। ঘটনাটি ঘটেছে রাফাতপুরে যেখানে উচ্চ বর্ণ এবং দলিতদের মিশ্র জনসংখ্যা রয়েছে। বর্তমান গ্রাম প্রধান একজন দলিত। ছেলেটির পরিবার সূত্রে জানা গিয়েছে, গুরজিৎ জমির বিতর্কিত অংশের কাছে একটি খামারে খেলছিল, তখন অভিযুক্তরা ছেলেটিকে ধরে শ্বাসরোধ করে হত্যা করে এবং একটি গাছের সাথে বেঁধে রাখে। সংবাদ সংস্তা আইএএনএস-এর খবরে বলা হয়েছে, ওই এলাকায় কয়েকজন গ্রামবাসীকে দেখতে পেয়ে তারা পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, মাতরু সিং, মুনেশ সিং এবং শের সিং নামে তিনজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির খুনের ধারা এবং এসসি/এসটি আইনে মামলা দায়ের করা হয়েছে। নিহতের দাদা ওমকার জাটভ বলেন, অভিযুক্তরা প্রায় ১৫ বছর ধরে আমাদের কৃষিজমি দখল করে রেখেছে। ওমকার জাটভ বলেন, অভিযুক্তরা প্রভাবশালী ব্যক্তি এবং তাদের বিরুদ্ধে তিনি অতীতে একাধিক অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু পুলিশ এবং রাজস্ব বিভাগ তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি।পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় দলিতদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct