নিজস্ব প্রতিনিধি, বিধাননগর, আপনজন: মঙ্গলবার দুপুরে সল্টলেকের করুণাময়ীতে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের হঠাৎ বিক্ষোভ শুরু হয়। সল্টলেকে আচার্য ভবনের সামনে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশ বিক্ষোভ থামাতে গেলেই বাঁধে ধুন্ধুমার কাণ্ড। পুলিশকে দেখে মাটিতে শুয়ে পড়েন বিক্ষোভকারীরা। পুলিশ বারবার তাদের ওই এলাকা ছেড়ে চলে যেতে বললে শুরু হয় মারামারি। বিক্ষোভ থামাতে গিয়ে চাকরিপ্রার্থীদের টেনে হিঁচ়ড়ে প্রিজন ভ্যানে তুলতে হয় পুলিশকে। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ চাকরিপ্রার্থীদের। আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের ঘোষিত বিক্ষোভ কর্মসূচি ছিল এদিন। সেক্টর ফাইভের দিক থেকে এগিয়ে করুণাময়ীিতে জড়ো হয়েছিলেন চাকরিপ্রার্থীরা। তাঁদের সেখান থেকে মিছিল করে যাওয়ার কথা ছিল বিকাশ ভবনের দিকে। এদিকে মিছিল আচার্য ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকায় পুলিশ। বিক্ষোভকারীদের জানিয়ে দেওয়া হয়, এলাকায় ১৪৪ ধারা জারি, তাই বিক্ষোভ দেখাতে পারবেন না তাঁরা। যদিও চাকরির দাবি জানিয়ে বিক্ষোভের মাঝে আচার্য ভবনের সামনে রাস্তাতেই বসে পড়েন চাকরিপ্রার্থীরা। তাঁদের নিরস্ত্র করার চেষ্টা করার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে শুরু হয় মাইকে প্রচার। যদিও নিজেদের বিক্ষোভে অনড় ছিলেন বিক্ষোভকারীরা। যার পরই পুলিশের তরফে শুরু হয় ধরপাকড়। কার্যত টেনে হিঁচড়ে চাকরিপ্রার্থীদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। ধরপাকড় চলার সময় অনেক বিক্ষোভকারী ছুটে পালাতে চেষ্টা করেন পুলিশের হাত থেকে। অনেকে আবার রাস্তাতেই শুয়ে পড়ে বিক্ষোভ দেখাত থাকেন। চাকরির দাবি জানানোর পাশাপাশি কেন তাঁদের সঙ্গে এহেন আচরণ সেই নিয়েই প্রশ্ন তোলেন চাকরিপ্রার্থীরা। এই চাকরি প্রার্থীদের বিক্ষোভের দরুন এদিন করুণাময়ীতে স্বাভাবিক যান চলাচল বেশ কিছুক্ষণ ব্যাহত হয়। ব্যস্ততম দিনে সল্টলেকে যাতায়াতের পথে চরম দুর্ভোগের সম্মুখীন হন সাধারণ মানুষজন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct