রাজু আনসারী, শামসেরগঞ্জ, আপনজন: হাজার হাজার মহিলার উপস্থিতিতে সম্পন্ন হলো জামাআতে ইসলামী হিন্দের উত্তরবঙ্গ মহিলা সম্মেলন। সোমবার মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ধূলিয়ান পুঠিমারী ফিডার ক্যানেল ময়দানে আয়োজিত জনসভায় নারী সুরক্ষা ও অধিকারের দাবিতে সরব হন মহিলারা। সম্মেলনে উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দের সর্বভারতীয় সহ-সভাপতি সাইয়েদ আমিনুল হাসান, মহিলা শাখার সর্বভারতীয় সম্পাদিকা আতিয়া সিদ্দিকা, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড: হোসনেআরা খাতুন, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষিকা মিনতি দত্ত, বিশিষ্ট মানবাধিকার কর্মী ছোটন দাস জামাআতের রাজ্য সভাপতি মাওলানা আব্দুর রফিক, সম্পাদক মসিউর রহমান, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ মহিলা সম্পাদিকা যথাক্রমে রেহেনা সুলতানা ও নাঈমা আনসারী, জি. আই.ওর রাজ্য সভাপতি শরীফা ইয়াসমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলন উপলক্ষে পুলিশের কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়।সুবিশাল সমাবেশের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ড্রোন ক্যামেরার মাধ্যমে আকাশপথে নজরদারি চালানো হয়। ছাত্রীদের কোরাস ইসলামী সংগীত এবং স্লোগান সমাবেশকে অন্য মাত্রা এনে দেয়। সম্মেলন ঘোষণাপত্র পাঠ করেন রাজ্য সম্পাদক মসিউর রহমান । শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন মহিলা সম্মেলনের সহকারী কনভেনর মুর্শিদাবাদ জেলার সহকারী জেলা নাজিম আব্দুল্লাহিল কাফি সাহেবের ধন্যবাদ জ্ঞাপন দিয়ে সম্মেলনের শেষ হয়। সমগ্র প্রোগ্রামটি সঞ্চালনা করেন জি.আই.ওর রাজ্য সম্পাদক সুমাইয়া ইয়াসমিন শিফা ও জি.আই.ওর রাজ্য বিভাগীয় সম্পাদক নুর্ষিমা খাতুন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct