আপনজন ডেস্ক: বাজারে নতুন মডেলের একটা ফোন এনেছে ভিভো। ক্যামেরা ও পাওয়ারফুল পারফরমেন্সের অপূর্ব সমন্বয়ে স্মার্টফোন ভিভো ওয়াই৩৩এস। এতে রয়েছে একটি ফ্ল্যাগশিপ ফিচার— ভিভো এনার্জি গার্ডিয়ান বা ভিইজি। এই ফিচারের কারণে শতভাগ চার্জ হয়ে যাওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে চার্জ নেওয়া বন্ধ করে দেবে ফোনটি। এতে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৮+৪ জিবি রাম ও ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। বাড়তি রাম দিয়ে বাড়তি ২৫টি অ্যাপ একই সময়ে ব্যাকগ্রাউন্ডে চালু রাখা যাবে। সঙ্গে থাকছে ১২৮ গিগাবাইট রম। এর ডিসপ্লে ৬ দশমিক ৫৮ ইঞ্চি। স্মার্টফোনটি পরিচালিত হবে অপারেটিং সিস্টেম ফানটাচ ওএস ১১.১ দিয়ে। ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দিয়ে ৪ থেকে ১০ সেন্টিমিটার পর্যন্ত ফোকাস করে ছবি তোলা যাবে। আছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ওরফে সেলফি ক্যামেরা। ফোনটির দাম ২০ হাজারের আশপাশে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct