অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: থ্যালাসেমিয়া শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের তিওড় কিষাণ মান্ডিতে। নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্মদিন জয়ন্তীতে দক্ষিণ দিনাজপুর জেলায় রক্তসংকট মেটাতে এগিয়ে এলো ‘উজ্জীবন সোসাইটি’ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। জাতীয় পতাকা উত্তোলন করেন সংস্থার সভাপতি অমল চন্দ্র মণ্ডল সহ অন্যান্য সদস্যবৃন্দ। এই শিবিরে বিনামূল্যে থ্যালাসেমিয়া শনাক্তকরণের জন্য রক্ত সংগ্রহ করা হয় ৬৯ ব্যক্তির।স্বেচ্ছা রক্তদান শিবিরে মোট ৩৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন, যার মধ্যে ২ জন মহিলা রক্ত দিয়েছেন। শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক সঙ্গীতা চ্যাটার্জী। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স এসোসিয়েশনের সক্রিয় কর্মী সুনীল সরকার, বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী , হিলি গভারমেন্ট পলিটেকনিক কলেজের অধ্যাপক প্রতীক কুমার বড়ুয়া প্রমুখ। শিক্ষক ও ইতিহাস গবেষক কৌশিক বিশ্বাস,
বিশিষ্ট বর্ষীয়ান সমাজসেবী সুশান্ত দাস, সত্যপ্রিয় লাহা, বিশিষ্ট শিক্ষক এবং সাংবাদিক বীরেন্দ্রনাথ মাহাতো, ইয়াকুব মন্ডল, রজত সরকার, অরুণ বর্মন, ডক্টর ইন্দিরা রায় মুখার্জি, বালুরঘাট জেলা হাসপাতালের থ্যালাসেমিয়া ইউনিটের কাউন্সিলর ফেরদৌসী রহমান, হিলি থানার এস আই ও পুলিশ নিখিল মন্ডল, সবজি এটিএম ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে প্রেমানন্দ শীল ও নিরঞ্জন সরকার, বিকাশ দেব, সৌরভ রায় পথের দিশা সংগঠনের সক্রিয় কর্মী, সমাজসেবী দেবাশীষ সরকার সহ আরো অনেকে। আজকের শিবিরে উপস্থিত সমস্ত রক্তদাতাদের ব্লাড ব্যাংকের তরফ থেকে একটি শংসাপত্র এবং পাশাপাশি দক্ষিণ দিনাজপুর ভলেন্টলি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি শংসাপত্র দেওয়া হয় এবং উজ্জীবন সোসাইটির পক্ষ থেকে একটি ফলের চারা গাছ দেওয়া হয় প্রত্যেক স্বেচ্ছা রক্ত দাতাকে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দদের পুষ্প স্তবক এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেন উজ্জীবন সোসাইটির পক্ষ থেকে অর্পিতা দাস, রিতা মহন্ত, লতিকা মাহাতো, রুম্পা মাহাতো, এবং দীপিকা বর্মন। এই অনুষ্ঠানে দুজন ক্ষুদে নৃত্যশিল্পী তিতাস দাস ও দেবার্তি লাহা নৃত্য পরিবেশন করেন। এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক সঙ্গীতা চ্যাটার্জী জানান, ‘যেটা আমাদের মনে রাখতে হবে; শুধু একটা দিন নয় , শুধু তাঁর জন্মদিন পালন নয়, জীবনের প্রত্যেকটি মুহূর্তে এই দেশের একজন নাগরিক হিসেবে, দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাঁর সেই কর্মযজ্ঞ কে আমরা আমাদের নিজেদের মননে কতখানি মনে রাখতে পেরেছি এবং তাঁর প্রতিফলন কিভাবে সমাজে ছড়িয়ে দিতে পারছি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct