আপনজন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিশ্বের প্রথম থ্রি ডি-প্রিন্টেড মসজিদ নির্মাণের পরিকল্পনা করছে। ২০১৫ সালের শুরুর দিকে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হবে। গত সপ্তাহে দ্য ন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট (আইএসিএডি) ঘোষণা করেছে যে আগামী অক্টোবরে বুর দুবাইয়ে দুই হাজার বর্গ মিটারের মসজিদটির নির্মাণ কাজ শুরু হবে। এবং মসজিদটিতে ছয় শ’ মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন। সংযুক্ত আরব আমিরাতের প্রাচীন জেলাগুলোর একটি বুর দুবাই। আইএসিএডি’র প্রকৌশল বিভাগের পরিচালক আলী আল-সুয়াইদি একটি সংবাদ সম্মেলনে বলেন, ‘সাধারণ মসজিদের চেয়ে এটি বানাতে ৩০ শতাংশ বেশি ব্যায় হবে। কারণ বিশ্বে এই ধরনের মসজিদ এই প্রথম বানানো হচ্ছে।’তিনি বলেন, ‘আগামীতে ৩০ বছরের গ্যারান্টি সহ নির্মাণ খরচ একই রকম হবে বলে ধারণা করছি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct