আপনজন ডেস্ক: ট্রেন চালানোর জন্য ৩২ নারী চালককে চূড়ান্ত ছাড়পত্র দিয়েছে সৌদি আরবের রেলওয়ে কোম্পানি। এ নারীরা মক্কা থেকে মদিনা ও জেদ্দা লাইনের হারামাইন এক্সপ্রেস প্রজেক্টের ট্রেন চালাবেন। রোববার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। হারামাইন এক্সপ্রেস প্রজেক্টের লাইনে পবিত্র নগরী মক্কা ও মদিনায় হজ ও ওমরাহ পালনকারীদের ট্রেন সেবা দেওয়া হয়। ট্রেন চালানোর মতো রোমাঞ্চকর কাজের সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত ওই নারী চালকরা। তাদের একজন থারা আলী আল-জাহরানি। তিনি বলেছেন, ‘গত বছর যখন পলিটেকনিক এই চাকরির বিজ্ঞপ্তি দেয়, আমি আবেদন করার মনস্থির করি। ব্যক্তিগত সাক্ষাৎকার এবং পরীক্ষার পর আমি সৌদির নারী ট্রেন চালকদের প্রথম ব্যাচের জন্য নির্বাচিত হই।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct