নিজস্ব প্রতিবেদক, রাজারহাট, আপনজন: দেশনায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে চক্ষু পরীক্ষা, চশমা প্রদান, ছানি অপারেশন-সহ স্বাস্থ্য চিকিৎসা শিবির। সোমবার আটঘরা প্যারাডাইস ক্লাবের উদ্যোগে চিকিৎসা সংক্রান্ত নানাবিধ পরিষেবা বিনামূল্যে পেলেন নাগরিকরা। এই কর্মসূচি পরিচালনায় সহায়তা ছিল ‘মারওয়ারি রিলিফ সোসাইটি হসপিটাল’ নামক একটি বেসরকারি সংস্থা। প্যারাডাইস ক্লাবের প্রাক্তন সম্পাদক তথা স্বাস্থ্য শিবিরের প্রধান উদ্যোক্তা নাজির হোসেন জানিয়েছেন, সোমবার আটঘরা প্রাইমারি বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত স্বাস্থ্য শিবির থেকে প্রায় ৫০০ জন মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন। এদিন এই ক্যাম্পকে ঘিরে স্থানীয় মানুষের ছিল বিপুল উন্মাদনা। দিনভরের এই গোটা কর্মসূচির উৎসাহ প্রদানে উপস্থিত ছিলেন স্থানীয় রাজারহাট-নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, উপজেলা শাসক তাহেরুজ্জামান, বিধাননগরের মহকুমা শাসক ড: বিশ্বজিৎ পান্ডা, বিধাননগরের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার সুরজিৎ দে, সংশ্লিষ্ট বিধাননগর ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মমতা মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী মোজাম্মেল তরফদার, কুতুব উদ্দিন তরফদার, ডক্টর কবির আহমেদ, বিশিষ্ট শিক্ষক তিনকড়ি রায়, ক্লাব সভাপতি জব্বার মন্ডল, সহ সম্পাদক ওহিদুর রহমান প্রমুখ। প্যারাডাইস ক্লাব সভাপতি তথা প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মন্ডল জানান, রাজনীতির বাইরেও আটঘরা ১২ নম্বর ওয়ার্ডে বছরভর নানাবিধ সামাজিক কর্মযজ্ঞ চলে। সেই অংশে এদিনের ক্লাব সংগঠনের মাধ্যমে বিরাট স্বাস্থ্যশিবির অনুষ্ঠিত হয়েছে। যেখানে ৫০০ জন মানুষ পরিষেবার প্রদানের নজির তৈরি হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct