মোল্লা মুয়াজ ইসলাম, রায়না, আপনজন: নেতাজির জম্মদিনে অন্য রকম ক্রিকেট টুর্নামেন্ট দেখলো রায়নার শ্যামসুন্দর কলেজ মাঠ । মাঠে দুই দলের বাইশ জনই পুলিশ অফিসার ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন । খেলায় যোগদান করেন এস ডি পি ও সুপ্রভাত চক্রবর্তী, সিআইসি সুব্রত ঘোষ, সিআইবি অরূপ ভৌমিক, রায়না ওসি সৈকত মন্ডল, মেমারি ও সি সুদীপ্ত মুখার্জী,খন্ডঘোষ ও সি সুব্রত বেরা ,জামালপুর ও সি রাকেশ সিং ,মাধবডিহি ও সি উত্তাল সামন্ত , সেহারা আউট পোস্টের ও সি প্রীতম বিশ্বাস , সেহারা ট্রাফিক গার্ডের ও সি প্রদীপ পাল ,সাতগেছিয়ে ফাঁড়ির বড় বাবু বুদ্ধদেব ধূলি । দুটি দল সিআইসি ও সি আই বি অংশগ্রহণ করে ।সি আই সি দল বারো ওভারে ১০৫ রান করে ,সি আই বি দল নির্দিষ্ট ওভারের আগে রান তুলে জয় লাভ করে ।ম্যান অফ দি ম্যাচ হন পুলিশ অফিসার সৌরভ দত্ত । পুলিশের এই ক্রিকেট দেখতে শ্যামসুন্দর কলেজের মাঠে দর্শকদের ভিড় জমে যায়। 24 ঘন্টা প্রশাসনিক দায়িত্ব সামলে ক্রিকেট খেলা যায় প্রমান করলেন পুলিশ অফিসাররা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct