সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: স্কুল ছুট দুই নাবালিকা কন্যার বিয়ে বন্ধ করল প্রশাসন। সোমবার ঘটনাটি বীরভূম জেলার বোলপুর থানার সিয়ান গ্রাম পঞ্চায়েত এলাকার। ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ বলেন, চাইল্ড লাইনের টোল ফ্রী নাম্বার ১৯০৮ মারফৎ খবর আসে বোলপুর থানা এলাকায় দুটি নাবালিকা কন্যার বিয়ের আয়োজন করা হচ্ছে। একটি বুধবার এবং অন্যটি দিন কয়েক পরেই বিয়ের দিন নির্ধারণ করা হয়েছে। উক্ত দুই কিশোরীই সিয়ান ইউসুফ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী তবে স্কুলছুট। সোমবার সেই খবর পেয়ে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি, চাইল্ড লাইন ও বোলপুর থানার পুলিশ একত্রে নাবালিকা কন্যাদের বাড়িতে গিয়ে পরিবারের সাথে কথা বলেন। কম বয়সে বিয়ের কুফল ও আইনীগত ভাবে সমস্যা সম্পর্কে পরিবার দুটিকে পৃথক পৃথক ভাবে বোঝানো হয়। দুই পরিবারের কাছে লিখিত মুচেলকা নেওয়া হয় এই মর্মে যে,১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না।জানা যায় একটি নাবালিকা কন্যার বিয়ে ঠিক হয় পূর্ব বর্ধমানের আউসগ্রাম থানা এলাকায়। এমনকি পণ বাবদ কুড়ি হাজার টাকাও দেওয়া হয়েছে বলে জানানো হয় পরিবারের তরফে।এদিন ঐ দুই নাবালিকার বিয়ে বন্ধ করতে যান ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ ও চাইল্ড লাইনের মধুমিতা হাজরা। ঐ দুই ছাত্রী যেন আগের মতো স্কুলে যায়, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় ও সরকারী প্রকল্পগুলির সুবিধা ভোগ করেন সেই বিষয়ে অবগত করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct