সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের উদ্যোগে পাঁচ মাইল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। সোমবার বাঁকুড়া শহরের ‘প্রাণকেন্দ্র’ হিসেবে পরিচিত মাচানতলার নেতাজী মূর্তির পাদদেশ থেকে এই প্রতিযোগিতা শুরু হয়।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাধীনতা সংগ্রামীদের হাত ধরে বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের পথচলা শুরু। চলতি বছরে এই দৌড় প্রতিযোগীতায় ৮৪ জন প্রতিযোগী অংশ নেন। এঁদের মধ্যে পুরুলিয়ার পরীক্ষিৎ মাহাতো প্রথম, পশ্চিম মেদিনীপুর, শালবনির অমিয়দেব সিংহ দ্বিতীয় ও বাঁকুড়ার রতনপুরের সুন্দর বাউরী তৃতীয় স্থান অধিকার করেন। প্রতিযোগীতায় অংশগ্রহনকারী সকলের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। পাশাপাসি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধীকারীদের যথাক্রমে তিন হাজার, আড়াই হাজার ও দুই হাজার টাকা আর্থিক পুরস্কার ও ট্রফি তুলে দেওয়া হয়। পতাকা নাড়িয়ে দৌড়ের শুভ সূচনা করেন বাঁকুড়া সদর মহকুমা শাসক সুশান্ত কুমার ভক্ত।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct