নতুন ভোরের অপেক্ষায়
বাহাউদ্দিন সেখ
আমি ছাইয়ের গন্ধ পেতে পেতে ,
সুখটান ধোঁয়ায় পরিণত করেছি।
এই আমার এক অভ্যাস , এক অসুখ!
আমার মৃত্তিকার রন্ধ্রে স্তরে স্তরে দেখো ,
তোমরা খুঁজে পাবে এক সমুদ্র অশ্রুজল।
যার ফলাফল , শুধুই ব্যর্থতা —
আমি চিৎকার করে বলতে পারিনি ,
জীর্ণ জড়িত মর্ছানো বুকে ক্ষত ব্যথা।
জীবনে কত কিছু ভেবে যায় ,
শুধু ক্লান্ত হয়ে আমার অন্ধকার রাত্রি —
আবার সকাল নেমে আসে ভোরের আলোয় ,
শুধু কিছু ক্ষণিক অন্ধকার কাটিয়ে
সূর্যের অপেক্ষায়।
এখনো আমার সময় ক্লান্ত হয়ে!
এখনো স্বপ্নগুলো ,
ভেসে ওঠে চোখের কোনায়।
এখনো অপেক্ষায় আর অপেক্ষায় ,
রয়ে যাব , আবারো দিন-রাত্রির অন্ধকার!
অথবা আলোর নিশানায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct