মোল্লা মুয়াজ ইসলা, বর্ধমান, আপনজন: সেহারা বাজার সি কে ইনস্টিটিউশন এর প্লাটিনাম জুবিলি অনুষ্ঠানে উপস্থিত হলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, উপস্থিত হয়েছিলেন সেহারাবাজার সি কে ইনস্টিটিউশন এর প্রতিষ্ঠাতা চন্দ্র কুমার কুন্ডুর পরিবারের ২২ জন সদস্য। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের পূর্বতন প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা। সেহারাবাজার সি কে ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক মোজাফফর আহমেদ বলেন স্কুলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্লাটিনাম জুবিলী পালন করা হচ্ছে তিন দিন ধরে। আজকেই তার শেষ দিন। তিন দিন ধরেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে প্লাটিনাম জুবিলী পালনের কাজ চলছে। তিন দিন ধরেই জেলা শহর রাজ্যের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাদের বক্তব্য রেখেছেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করেছেন। শেষের দিনে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার উপস্থিত হয়েছিলেন। মন্ত্রী প্রদীপ মজুমদার স্কুলের ভুয়সী প্রশংসা করেন।আজ থেকে ৭৭ বৎসর আগে স্কুলের প্রতিষ্ঠাতা চন্দ্র কুমার কুন্ডু কে অসংখ্য শ্রদ্ধা ও প্রণাম জানান। তিনি বলেন আজ থেকে ৭৭ বছর আগে এলাকার ছেলেমেয়েদের জন্য যে শিক্ষার কথা ভেবেছিলেন এটা অকল্পনীয়। স্কুলের একজন প্রাক্তন শিক্ষক মন্ত্রী প্রদীপ মজুমদার এর কাছে সেহারা বাজার এলাকায় একটি স্বাস্থ্য কেন্দ্রের আবেদন করলে মন্ত্রী আশ্বাস দেন। অনুষ্ঠানের শেষে স্কুল চত্বরে একটি গাছ ও লাগান মন্ত্রী। চন্দ্র কুমার কুন্ডুর নাতনি ও নাতিরা স্কুলে এসে প্রচন্ড আনন্দিত হন। উপস্থিত ছিলেন শ্রাবণী পাল, অনিমা পাল, মহাদেব কুন্ডু, শক্তিপদ কুন্ডু, আর্দিক কুন্ডু সহ মোট ২২ জন সদস্য। স্কুল উৎসব কমিটির পক্ষ থেকে ২২ জন সদস্যকে ই অনুষ্ঠান মঞ্চে সংবর্ধনা দেওয়া হয়। স্কুলের মধ্যে চন্দ্র কুমার কুন্ডুর নামাঙ্কিত একটি স্থায়ী মঞ্চের জন্য পরিবারের সদস্যরা ১ লক্ষ ৬০ হাজার টাকার মোট তিনটি চেকও তুলে দেন প্রধান শিক্ষকের হাতে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct