শীত বর্ণনা
সোমা পাল
সাদা বর্ণে চারিদিক ঢাকা...,
শব্দের রেনুরা খায় লুটোপুটি !
পথই জানে কেমন ভাবে...,
খেলে কুয়াশারা কানামাছি !!
রবির সারা পেলেই...,
দূর্বা হাসে ভোর বেলা !
গাঁথতে ব্যস্ত উদ্যান...,
গাঁদা ফুলের মালা !!
ধেয়ে আনে শিশির বিন্দু...,
পুলি পিঠের গন্ধ !
মিঠে রৌদ্র ফুঁড়ে সরষে ক্ষেত....,
উত্তরী বায়ু মেলায় ছন্দ !!
গড়িয়ে পড়ে খেঁজুর রস...,
নরম মাটির বুকে !
মৌমাছি আর প্রজাপতি গন...,
উড়ে আসে ঝাঁকে !!
কিচিমিচি স্বরে বলে চড়ুই...,
কলহলে ভিড় জমায় আমি !
খেঁজুর গাছে ঐ সুদূরে...,
দেখা যায় ঝুলন্ত হাঁড়ি !!
খেলে যায় শীত ভোরাই সুরে...,
তাল পাতার হাওয়ায় !
নদীর পার এঁকে চলে...,
দিগন্ত জল রেখায় !!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct