সুব্রত রায়, কলকাতা, আপনজন: গোটা দেশের পাশাপাশি সাধারণতন্ত্র দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ জুড়ে বিশেষ সর্তকতা মূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ২৩ শে জানুয়ারি সোমবার থেকে ২৬ শে জানুয়ারী বৃহস্পতিবার পর্যন্ত এ রাজ্যের জঙ্গলমহল জুড়ে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। গোয়েন্দা মহল সূত্রে খবর, প্রতিবারের মতো এবারেও সাধারণতন্ত্র দিবস উপলক্ষে সশস্ত্র মাওবাদীরা জঙ্গলমহল জুড়ে কালা দিবসের ডাক দিয়েছে। তাই বিশেষ সর্তকতা অবলম্বন করছে জঙ্গলমহলের প্রশাসন পশ্চিম মেদিনীপুর ,পুরুলিয়া, বাঁকুড়া ,ঝাড়গ্রাম সহ ছত্রিশগড়, ঝাড়খন্ড রাজ্য সংলগ্ন এলাকায়। এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও শিলিগুড়িতে অন্য রাজ্যের সীমান্তবর্তী এলাকাতে কড়া নজরদারি ব্যবস্থা করা হয়েছে। আলিপুরদুয়ার জেলার পাগড়িগুড়ি থানা এলাকায় শুরু হয়েছে ২৪ ঘন্টার নাকা চেকিং। অসম সীমান্তবর্তী অন্তরাজ্যের এলাকাগুলিতে চলছে তল্লাশি অভিযান। কলকাতা বিমানবন্দর সহ সব কটি বড় রেল জংশন এবং দূরপাল্লার বাস স্ট্যান্ডগুলোতে গোয়েন্দা কুকুর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। জঙ্গলমহলের প্রত্যেকটি এন্ট্রি এবং এক্সিট পয়েন্টে ২৪ ঘন্টা নাকা চেকিং এর কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি কলকাতায় ২৫ জানুয়ারি থেকে টানা ২৪ ঘন্টা ২১ টি পয়েন্টে নাকা চেকিং ও তল্লাশি অভিযান শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতায় রেড রোডে সাধারণতন্ত্র দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠানে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গোটা রেড রোড তথা ইন্দিরা গান্ধী স্মরণে জুড়ে নজরদারি জোরদার করা হয়েছে। থাকছে ওয়াচ টাওয়ার ,ক্লোজ সার্কিট ক্যামেরা মনিটরিং, ড্রোনের মাধ্যমে নজরদারি এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিভিন্ন ক্রসিংয়ে বালির বস্তার বাঙ্কার। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো বাহিনীকে শহরের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তার দরুন রাস্তায় মোতায়ন করা হচ্ছে। একইসঙ্গে ধর্মতলা ,পার্ক স্ট্রিট, রবীন্দ্রসদন সহ বিভিন্ন এলাকায় থাকবে জঙ্গি মোকাবেলার বিশেষ প্রযুক্তির গাড়ি ও কমান্ডো। শহর ও জঙ্গলমহলের পাশাপাশি রেলপথেও থাকছে কড়া নজরদারি ।আরপিএফের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত গোয়েন্দা কুকুর ও বম্ব স্কোয়াডের দক্ষ অফিসাররা আগামী তিনদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় লাগাতার তল্লাশি চালাবে। একই সঙ্গে হাওড়া ও শিয়ালদা স্টেশন থেকে যেসব গুরুত্বপূর্ণ ট্রেন ছাড়বে তার আগে সেই ট্রেনগুলোতেও তল্লাশি চালানো হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct