আমার আগুনের ছাই
সুরাবুদ্দিন সেখ
আমি দগ্ধিভূত,বৃষ্টি নামেনি।
নরম ছাই জমে জমে পাথর হয়ে গেছে
আমার হৃদয় পৃথিবীতে এক পাহাড় সৃষ্টি হয়েছে,
পারছি না সেই ভার বহন করতে।
এই পাহাড়ে মার্তন্ডের তাপ আর অনলের তাপে ক্ষরিত হৃদয়...
তবুও হইনি পরাস্ত,হাসিখুশি সর্বদা।
বলতে চাই না...হৃদয় পোড়ার গন্ধ পেলে ঘি ঢেলে অগ্নির ইন্ধন যোগায়।
এতে আরো ছাই জমে পাথর হয়,
হৃদয় পোড়াতে ব্যস্ত,নেভাতে উদ্যোগী নয়।
মিত্রতার নামে জল বলে কেরোসিন ঢালে।
তবে কিছু প্রিয়জনের কাছে প্রশান্তি পাই ,
তাঁরা সরিয়ে দেন ছাই।
একদিন এই ছাইয়ের পাহাড়ে কালবৈশাখীর তাণ্ডবে
ভেঙে গুঁড়ো হয়ে তাদের হৃদয়ে আশ্রয় নেবে।
তাদেরও জ্বলন্ত অগ্নিতে কেউ ঘি ঢালবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct