এম মেহেদী সানি, গোবরডাঙ্গা, আপনজন: দিদির সুরক্ষা কবজ কর্মসূচি বাস্তবায়নে আজ দিদির দূত হিসাবে বেড়গুম-১ গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাদের ক্ষোভ বিক্ষোভের কথা শোনেন বিশ্বজিৎ দাস। শনিবার বনগাঁ সাংগঠনিক জেলার গাইঘাটা দক্ষিণ ব্লকের অন্তর্গত বেড়গুম-১ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় যান তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি ও বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। এদিন ঝনঝনিয়া গ্রামের বাইতুল আমান জামে মসজিদ পরিক্রমায় আসনে বিশ্বজিৎ বাবু, ওই সময় মসজিদের ইমাম আরিজুল ইসলাম বিশ্বজিৎ দাসের মাথায় টুপি পরিয়ে দেন, এবং একটি গার্ড-ওয়ালের দাবি জানান মসজিদ কর্তৃপক্ষ। সেসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আব্দুল রউফ, গ্রাম পঞ্চায়েত সদস্য আব্দুল জব্বার সহ অন্যান্যরা।
শনিবার দিদির দূত কর্মসূচির শুরুতেই লক্ষ্মীপুর স্বামিজি সেবা সংঘ হাই স্কুল পরিদর্শনে যান বিশ্বজিৎ দাস, এসময় স্কুল কর্তৃপক্ষ বিদ্যালয়ে একটি পেক্ষাগৃহ নির্মান এবং সোলার সিস্টেম চালু করবার আর্জি জানান। সংশ্লিষ্ট বিষয়ে বিশ্বজিৎ দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ‘স্কুল কর্তৃপক্ষের দাবি, আমি উর্ধতন কর্তৃপক্ষকে জানাবো, এবং চেষ্টা করব বিদ্যালয়ে যাতে অতি দ্রুত পেক্ষাগৃহ নির্মাণ করা যায়।’ এরপর বিশ্বজিৎ দাস মেটিয়াগাছা এলাকায় প্রবেশ করলে এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়েন। শহিদুল মন্ডল, শাহানারা মন্ডল সহ এলাকাবাসীদের দাবি, আসলে প্রকৃত যারা ঘর পাওয়ার যোগ্য তার কেউই ঘর পায়নি, পাশাপাশি এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠে আসে। এলাকাবাসীর সমস্ত বিক্ষোভ অভিযোগের কথা শোনেন বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি ও বিধায়ক বিশ্বজিৎ দাস, পাশাপাশি সমস্যার দ্রুত সমাধানের আশ্বাসও দেন তিনি।শনিবার দিদির দূত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নিরুপম রায়, তৃণমূলের গাইঘাটায় দক্ষিণ ব্লক সভাপতি তাপস ঘোষ, পশ্চিম ব্লক সভাপতি বিপ্লব দাস, জেলা পরিষদ সদস্য অনিতা রায়, বেড়গুম-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অসিত কুমার নাগ, নরোত্তম বিশ্বাস প্রমুখ। এদিন যদিও বিশ্বজিৎ দাসের ‘দিদির দূত’ কর্মসূচিতে দেখা যায়নি বেড়গুম-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান দোলা মন্ডলকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct