নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: অনেক প্রচেষ্টার পর অবশেষে মিলেছে বাড়ির খোঁজ। কর্নাটকের বৃদ্ধকে তুলে দেওয়া হবে তাঁর পরিবারের হাতে। হ্যাম রেডিও’র বিশেষ উদ্যোগ এবং হাইকোর্টের মহিলা আইনজীবী সোনি বাগচির সহযোগিতায় অবশেষে ঘরে ফিরতে চলেছেন কর্ণাটক নিবাসী ওই বৃদ্ধ। জানা গেছে, গঙ্গাসাগর মেলার শুরুতেই হাওড়া স্টেশনের কাছে বয়স্ক ওই বৃদ্ধের খোঁজ পাওয়া যায়। তাঁকে উদ্ধার করেন কলকাতা হাইকোর্টের ওই মহিলা আইনজীবী। হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার পর তাঁকে রাখা হয়েছিল কাঁকুড়গাছির এক হোমে। ওনার পরিচয় জানতে চাইলে বৃদ্ধ বুঝতে পারছিলেন না কিছুই। তখন ওই মহিলা আইনজীবী বিষয়টি জানান হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবকে। এবিষয়ে হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস বলেন, আমরাও বারংবার কথা বলার চেষ্টা করি বোঝার চেষ্টা করি বৃদ্ধর বাড়ি কোথায়। উনি প্রাথমিকভাবে কেরলিয়ান ভাষা কথা বললেও পরে কন্নড় ভাষায় কথা বলছিলেন। ওনার ছবি কেরলে ও কর্ণাটকে সার্কুলেট করা হয়। কর্ণাটকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যামের সদস্য মঞ্জুনাথ বাড়ি খুঁজে বের করেন ওই বৃদ্ধের। এরপর ওনার পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করি। আগামী দিন দুয়েকের মধ্যে ওনার ছেলেরা আসছেন বাবাকে নিতে। সাগরমেলার শেষেও সবাইকে বাড়ি ফেরাতে পেরে আমরাও খুব আনন্দিত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct