আপনজন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে ভিক্ষা করলে তার জন্য মোটা অংকের জরিমানা বা জেল হওয়ার আইন রয়েছে। এ অপরাধে গত বছরের ৬ নভেম্বর থেকে ১২ ডিসেম্বরের মধ্যে মোট ১৫৯ জন ভিক্ষুককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে চমকে দিয়েছেন এক নারী। খালিজ টাইমসের খবর প্রতিবেদনে বলা হয়েছে, ঐ নারী প্রচুর টাকা মালিক। রয়েছে বিলাসবহুল গাড়ি। সেই গাড়িতে চেড়ে ভিক্ষা করতে বেরোতেন তিনি। তার বিষয়ে আগেই নালিশ জানিয়েছিলেন স্থানীয় এক বাসিন্দা। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ ঐ নারীকে অনুসরণ করতে থাকে এবং দেখা যায়, তিনি বিভিন্ন এলাকায় মসজিদের সামনে ভিক্ষা করছেন। তার গাড়ি বেশ খানিকটা দূরে দাঁড় করিয়ে হেঁটেই ভিক্ষার স্থানে পৌঁছাতেন ঐ নারী। ভিক্ষার মাধ্যমে সংগ্রহ করা প্রচুর টাকা পাওয়া গেছে তার কাছে। টাকাগুলো জব্দ করা হয়েছে এবং অভিযুক্ত নারীকে বিচারের আওতায় আনা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী, কেউ ভিক্ষা করলে শাস্তি হিসেবে ৩ মাসের কারাদণ্ড অথবা ন্যূনতম পাঁচ হাজার দিরহাম (প্রায় ১ লাখ ৪৩ হাজার টাকা) জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। তবে সংঘবদ্ধভাবে ভিক্ষার শাস্তি ছয় মাসের কারাদণ্ড এবং ন্যূনতম এক লাখ দিরহাম (২৮ লাখ ৭৫ হাজার টাকা প্রায়) জরিমানা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct