আপনজন ডেস্ক: বুরকিনা ফাসোর উত্তরাঞ্চল থেকে অপহরণের এক সপ্তাহ পর মুক্তি পেয়েছে ৬৬ জন নারী ও শিশু। বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা গত ১২ ও ১৩ জানুয়ারি সাহেল অঞ্চলের সাউম প্রদেশের অরবিন্দা জেলার দুটি গ্রাম থেকে তাদের অপহরণ করে। শুক্রবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম রেডিওডিফিউশন টেলিভিশন দু বুরকিনা, আরটিপি জানিয়েছে, এ ঘটনার পর দেশটির নিরাপত্তা বাহিনী উদ্ধার অভিযান পরিচালনা করে এবং ৩৯ শিশু ও ২৭ জন নারীকে উদ্ধার করে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct