নিজস্ব প্রতিবেদক, নদিয়া, আপনজন: পথ দুর্ঘটনা থেকে মানুষকে আরো বেশি করে সচেতন করতে এবার কচিকাঁচাদের হাতিয়ার পুলিশের। অভিনব ভাবে বসে আঁকো প্রতিযোগিতার মধ্যে দিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে। এদিন কচিকাঁচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় শান্তিপুর থানায়। উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার এসডি পিও প্রবীর মন্ডল, শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক লালটু ঘোষ, সি আই গৌরী প্রসন্ন বন্ধু সহ থানার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। এই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে সামনে রেখে বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায় ১০০ জন কোচিকাঁচা। ট্রাফিক আইন থেকে শুরু করে বিভিন্ন যানবাহন চালক কিভাবে আইনকে মান্যতা দিয়ে গাড়ি চালাবে, তা সবটাই তুলে ধরা হয় অংকনের মধ্যে দিয়ে। তবে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি নিয়ে প্রায় সই সচেতনতা বার্তা দিতে উদ্যোগ গ্রহণ করে রানাঘাট পুলিশ জেলা। এবার কচিকাচাদের মাধ্যমে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হয় রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct