আপনজন ডেস্ক: রাজারহাট-নিউটাউনে বিধায়ক তাপস চ্যাটার্জীর নামে চালু হল ‘বিনামূল্যে এমএলএ আই ক্লিনিক’। সুখ্যাতি সংস্থা ‘সুশ্রুত আই ফাউন্ডেশন’-এর ব্যবস্থাপনায় সারাবছর চলবে বিনামূল্যে বিবায়কের আই ক্লিনিক। রবিবার লালকুঠি রবীন্দ্র সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে এই এমএলএ আই ক্লিনিকের উদ্বোধন করে রাজ্যসভার সাংসদ ডঃ শান্তনু সেন জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় সরকারি চিকিৎসা ব্যবস্থা বিপুল পরিবর্তন হয়েছে। এরই পাশাপাশি তাপস চ্যাটার্জীর নিজস্ব এই উদ্যোগটি যুগান্তরকারী সিদ্ধান্ত বলে মনে করি। বিধায়ক তাপস চ্যাটার্জী জানিয়েছেন, তাঁর বিধানসভার গ্রামীণ এবং শহর দুই অঞ্চলের নাগরিকদের হাতের নাগালে চক্ষু সংক্রান্ত নানাবিধ চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে চালু হয়েছে এমএলএ আই ক্লিনিক। সেখানে ডাক্তারবাবুরা প্রয়োজন মনে করলে রোগীদের চোখের অপারেশনও করিয়ে দেওয়া হবে বিনামূল্যে। সপ্তাহে তিন দিন অর্থাৎ সোম, বুধ ও শুক্রবার সেন্টারে বসবেন সুশ্রুত আই ফাউন্ডেশনের চিকিৎসকরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিউ টাউনের তৃণমূল যুবনেতা আফতাব উদ্দিন, মেয়র পরিষদের সদস্য রহিমা বিবি মন্ডল, আরাত্রিকা ভট্টাচার্য-সহ বিশিষ্টজনেরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct