দেবাশীষ পাল, মালদা, আপনজন: দিদির দূত কর্মসূচিতে গিয়ে এলাকার মানুষের ক্ষোভের মুখে পড়লেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল নেত্রী মৌসুম বেনজির নুর। রবিবার রতুয়া দু’নম্বর ব্লকের আড়াই ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের গোবরজনা গ্রামে যান রাজ্যসভার সাংসদ মৌসুম নূর ও রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়। এলাকায় গিয়ে মানুষের ক্ষোভের মুখে পড়েন তারা। আবাস যোজনা থেকে বিকলাঙ্গ ভাতা এই সব বিষয়ে মৌসুমের সামনে ক্ষোভ উগড়ে দেন স্থানীয় বাসিন্দারা। যদিও বিক্ষোভ এর ঘটনা অস্বীকার করেছেন রাজ্যসভা সংসদ মৌসুম ব্যানার্জীর নূর। তিনি জানান, বিক্ষোভ কোথাও হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প এর ক্ষেত্রে গ্রামবাসীরা যারা পাইনি তারা তাদের কথা আমাদেরকে বলছে এটাই আমরা শুনছি এলাকায় গিয়ে আমরা আমাদের রিপোর্ট সঠিক জায়গায় পৌঁছে দেব বিডিওদের সাথেও কথা বলব। তবেকেন্দ্র সরকার আবাস যোজনার টাকা বন্ধ করে রাখায় এই সমস্যা প্রতিক্রিয়া মৌসুম নূরের।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct