আপনজন ডেস্ক: সুইডেনের প্রধানমন্ত্রী স্টকহোমে কুরান পোড়ানোর ঘটনাকে ‘গভীরভাবে অসম্মানজনক’ বলে নিন্দা জানিয়ে দু:খ প্রকাশ করেছেন। সুইডেন ন্যাটোতে যোগ দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। কিন্তু তাদের এ পথে বাধা সৃষ্টি করেছে তুরস্ক। তুর্কি সরকার কিছুতেই চাইছে না সুইডেন ন্যাটোতে যোগ দিক। এজন্য সুইডেনের রাজধানী স্টকহোমে শনিবার তুরস্কবিরোধী বিক্ষোভে পবিত্র কুরআন পুড়িয়েছেন কট্টর ডানপন্থি এক রাজনীতিক। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে, ইন্দোনেশিয়া, আমিরাত, মরোক্ক, বাংলাদেশ, পাকিস্তান, সৌদি, কাতার, তুরস্কসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিভিন্ন দেশ। সুইডেনের রাজধানীতে তুরস্কের দূতাবাসের সামনে শনিবার মুসলমানদের পবিত্র মহাগ্রন্থ কুরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয় উগ্র ডানপন্থী রাজনীতিবিদ রাসমাস পালুদান। পালুদানকে সুইডিশ পুলিশ বিক্ষোভ চালানোর অনুমতি দিয়েছে বলে ক্ষুব্ধ হয়ে আঙ্কারা সুইডেনের প্রতিরক্ষামন্ত্রীর সফর বাতিল করে এবং স্টকহোমের রাষ্ট্রদূতকে তলব করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct