মহামেডান -০। পাঞ্জাব এফসি-৪(জুয়ান মেরা ২,লুকা মাজসেন ২)।
মোস্তাফিজুর রহমান, কলকাতা, আপনজন: এ যেন উলটপুরান!এতদিন অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট োয়ালেও,জিততো ঘরের মাঠে।গত ম্যাচে অ্যাওয়ে জয় পেয়ে ছবিটা বদলাবে ভাবা গিয়েছিল। কিন্তু এবার ঘরের মাঠে একগন্ডা গোল হজম করলো মহামেডান। আর সমর্থকরা ফিরলেন হারের গ্লানি নিয়ে। রবিবার বিকালে কিশোরভারতী স্টেডিয়ামে প্রথম থেকেই মহামেডানকে কোণঠাসা করে ফেলে রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি। ম্যাচের ১৮ মিনিটেই ইস্টবেঙ্গলের প্রাক্তনী জুয়ান মেরা পাঞ্জাবকে ১-০ গোলে এগিয়ে দেন। গোল খেয়ে একটু আক্রমনে যাওয়ার চেষ্টা করে মহামেডান। প্রতি আক্রমনে ৪১ মিনিটে পাঞ্জাবকে ২-০ এগিয়ে দেন লুকা। এরপর দ্বিতীয়ার্ধেও একই দৃশ্য। ম্যাচের ৫২ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করে যান সেই লুকা (৩-০)। জুয়ান মেরা’ই বা বাকি থাকে কেন। ৭৫ মিনিটে মহামেডানের ঘরের মাঠে তাদেরই ৪-০ গোলের মালা পরালো জুয়ান মেরা। তবে,পাঞ্জাবের চারটি গোলের ক্ষেত্রে যেমন তাদের ফরোয়ার্ডরা কৃতিত্ব দাবি করতে পারেন,তেমনই লুকার ম্যান অফ দ্য ম্যাচের পুরষ্কার পাওয়ার ক্ষেত্রে মহামেডান কিপার শংকর রায়’ও কৃতিত্ব দাবি করতে পারেন।যেভাবে গোলগুলো খাচ্ছিলেন তা সত্যিই ভাবা যায় না। আর ডিফেন্সে তো পাঞ্জাবের আক্রমনের সময় কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। মহামেডানের প্রাক্তনী ব্রান্ডন তো একাই রক্ষনে কাঁপুনি ধরিয়ে দিলেন। একটা সময় মনে হচ্ছিল মহামেডান যেন অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছে।মহামেডানের আজকের হতশ্রী পারফরম্যান্সের পর তাদের নিয়ে লেখার কিছু নেই।ঝলক দেখানো মিরলানও আজ ম্রিয়মাণ। এই মহামেডান কি সত্যিই চ্যাম্পিয়নের দাবিদার? সমর্থকরা তো অঙ্ক করতে বসেছেন। কি ভাবছেন চ্যাম্পিয়নশিপের অঙ্ক, না অবনমনের?
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct