সুব্রত রায়, কলকাতা, আপনজন: পোড়া জায়গা ও ক্ষতস্থান সারিয়ে তুলতে এবার ব্যবহার করা হবে প্লাসেন্টা । কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হতে চলেছে তার ট্রায়াল । শুধু নীলরতন সরকার মেডিকেল কলেজ নয়, গোটা দেশে ৫টি হাসপাতাল মিলিয়ে মোট ২০৪ জন মানুষের ওপর এই ট্রায়াল করা হবে বলে জানা গিয়েছে। প্লাসেন্টা আসলে গর্ভাশয়ের ভেতরে থাকা এক প্রকার টিস্যু বা কলা। যেটি ভ্রূণকে অক্সিজেন, পুষ্টি এবং হরমোন সরবরাহ করে। এই কলার মাধ্যমে ভ্রূণে মাতৃদেহ থেকে পুষ্টিদ্রব্য ও অক্সিজেন পৌঁছায় এবং ভ্রূণ থেকে বিপাকজাত ক্ষতিকারক পদার্থ মাতৃদেহে আসে। এই অস্থায়ী টিস্যু হলো অমরা বা প্লাসেন্টা। এই প্লাসেন্টাকে সামান্য প্রসেস করে তৈরি হবে আমকোপ্লাস্ট। সেই আমকোপ্লাস্ট ব্যবহার করে ক্ষত স্থান দ্রুত সারিয়ে তোলা সম্ভব হবে।
প্রসঙ্গত বর্তমানে রাসায়নিক এবং ওষুধ দিয়ে চিকিৎসা করা হয় ক্ষতস্থান, পোড়া জায়গা অথবা অস্ত্রোপচারের। কিন্তু এবার ক্ষতস্থান সারিয়ে তুলতে ব্যবহার হবে প্লাসেন্ট। প্লাসেন্টা ক্ষতস্থান মেরামত করতে ভালো কাজ করে বলে গবেষণায় দেখা গিয়েছে। তাই এবার ক্ষত স্থান বা পোড়া স্থান সারিয়ে তুলতে প্লাসেন্টাকে ব্যবহার করার জন্য ট্রায়াল শুরু হতে চলেছে নীল রতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে। সূত্রের খবর, দেশের ৫টি হাসপাতালে মোট ২০৪ জন মানুষের উপর এই ট্রায়াল করা হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গে এনআরএস হাসপাতালে ৩০ জনের উপর এই ট্রায়াল করা হবে।পুরো ট্রায়ালের সময়সীমা হবে ৪ সপ্তাহ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct