মনিরুজ্জামান, বারাসত, আপনজন: উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের তিতুমীর সভাকক্ষে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু সম্প্রদায়ের বিশিষ্টজনদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারপার্সন ডাঃ মমতাজ সঙ্ঘমিত্রার সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ধর্মীয় নেতাদের পাশাপাশি নানা সম্প্রদায়ের প্রতিনিধিরা তাঁদের মূল্যবান মতামত পেশ করেন। এই আলোচনা সভায় জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ ছাড়াও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য, মুসলিম, খ্রীষ্টান, বৌদ্ধ,জৈন, পার্সি সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের পাশাপাশি বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষক সহ অন্যান্যরা। পাশাপাশি জেলার সামগ্রিক পরিস্থিতি নিয়ে মাইনোরিটি কমিশনের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় বারাসাত রবীন্দ্র ভবনে।
ছিলেন মাইনোরিটি কমিশনের চেয়ারপার্সন ডাঃ মমতাজ সঙ্ঘমিত্রা, জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী, পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি,জেবি থমাস,অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী,বসিরহাট দক্ষিণের বিধায়ক ডাঃ সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, অতিরিক্ত জেলাশাসক ইন্দ্রনীল ভট্টাচার্য,অতিরিক্ত জেলাশাসক তাহেরুজ্জামান,বারাসাত সদর মহকুমা শাসক সোমা সাউ সহ গুরুত্বপূর্ণ আধিকারিক ও অন্যান্যরা। শুক্রবার সকালে মাইনোরিটি কমিশনের চেয়ারপার্সন ডা. মমতাজ সঙ্ঘমিত্রার নেতৃত্বে বারাসাত কদম্বগাছি ইংলিশ মিডিয়াম স্কুল পরিদর্শনে প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত হন। শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে প্রশংসা করেন প্রতিনিধিরা। চেয়ারপার্সন ছাড়াও উপস্থিত ছিলেন কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ,ডোমা সৌগত মাইতি,বারাসাত -১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরসাদ উদ জামান,বারাসাত-১ নম্বর ব্লকের বিডিও সৌগত পাত্র, প্রধান শিক্ষক খালিদ হোসেন, গ্রাম পঞ্চায়েত প্রধান গৌতম ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct