দেবাশীষ পাল, মালদা, আপনজন: বৃহস্পতিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা করা হয় মালদহ জেলা বইমেলার। আগামী ২৬ শে জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। প্রতিবছর এই বইমেলায় প্রচুর বই বিক্রি হয়ে থাকে। রাজ্যের একাধিক নামিদামি প্রকাশনী তাদের বইয়ের সম্ভার নিয়ে হাজির হন এই মেলায়। শুধু তাই নয় এই মেলায় বইয়ের চাহিদা দেখায় বিদেশি একাধিক পাবলিশারও তাদের স্টল নিয়ে আসেন এখানে। বিক্রি থাকায় প্রতিবছর এই মেলায় আসার চাহিদা বাড়ছে বিভিন্ন প্রকাশনীর। গত বছর পর্যন্ত এই মেলায় ব্যাপক বইয়ের বিক্রি হয়েছে। এবছর সমস্ত কিছু স্বাভাবিক রয়েছে। বড় করে আয়োজন করা হয়েছে মালদহ জেলা বইমেলা প্রদর্শনীর। তাই এ বছর আরো বেশি বই বিক্রির সম্ভমরা রয়েছে এমনটাই জানাচ্ছেন বইমেলায় আসা বিক্রেতারাবর্তমান পরিস্থিতির এই অবস্থায় জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মনে করছেন, পঞ্চায়েত ভোটের আগে বীরভূমের মতো গুরুত্বপূর্ণ জেলায় বেশ কিছু নির্দেশ দিতে পারেন দলনেত্রী।জেলা তৃনমূল সভাপতির অনুপস্থিতিতে সমন্বয় করে সাংগঠনিক কাজকর্ম দেখছেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী ও লাভপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিজিৎ সিংহ । কিন্তু, দল সূত্রেই জানা যাচ্ছে, বেশ কিছু ক্ষেত্রে সমন্বয়, বোঝাপড়ায় ঘাটতি প্রকট হচ্ছে। খামতি রয়েছে নিচুতলা পর্যন্ত সংগঠন পরিচালনায় দক্ষতার ক্ষেত্রেও। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীর জেলা সফর ভীষণ তাৎপর্যপূর্ণ, মানছেন তৃণমূলের সকলেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct