আপনজন ডেস্ক: ‘শান্তি, বন্ধুত্ব, এবং ধর্মীয় পর্যটন’কে প্রতিপাদ্য করে মোটরসাইকেলে ওমরাহ পালনে যাচ্ছেন ২৫ পাকিস্তানি। পবিত্র নগরী মক্কা যাওয়ার পথে বাইকারের দলটি গত সোমবার সংযুক্ত আরব আমিরাত পৌঁছেছেন। তারা মোটরসাইকেল যাত্রাকে ‘জ্ঞানার্জন ও আলোর যাত্রা’ বলে অভিহিত করেছেন।জানা যায়, সৌদি সরকার গত বছর ওমরাহযাত্রীদের জন্য নিয়ম সহজ, বিদেশি যাত্রীদের জন্য ভিসার সময়কাল তিন মাস বাড়ানো এবং ওমরাহ ভিসা নিয়ে মক্কা ছাড়া অন্য শহর ভ্রমণের অনুমতি দেওয়ার পর বাইকাররা মক্কা ভ্রমণের সিদ্ধান্ত নেন। গত ৬ জানুয়ারি দলটি লাহোর থেকে রওনা হয়েছে। পবিত্রতম শহর মক্কায় পৌঁছানোর জন্য তাদের ১৪ হাজার কিলোমিটারের বেশি পথ অতিক্রম করতে হবে। ৬০ দিনের এই যাত্রায় তারা ইরান, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, জর্ডান এবং কুয়েত হয়ে ২২ জানুয়ারি সৌদি আরব পৌঁছাবেন।তারা সেখানে ১৯ দিন অবস্থান করবেন। ‘আমরা ২০১৯ সাল থেকে বাইকে করে লাহোর থেকে মক্কা ভ্রমণ করে ওমরাহ পালনের পরিকল্পনা করেছিলাম। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করা যায়নি।’ এই ভ্রমণের আয়োজক বাইকারদের দলনেতা ও ক্রসরুট ক্লাবের চেয়ারম্যান মোকাররম তারিন। তিনি শারজাহ থেকে টেলিফোনে আরব নিউজকে বলেন, ‘যাত্রাটি নিজস্ব অর্থায়নে করা হচ্ছে। প্রতিজনের প্রায় পাকিস্তানি ১০ লাখ রুপি খরচ হবে। ওমরাহ পালনের পাশাপাশি, আঞ্চলিক দেশগুলোর মধ্যে শান্তি, বন্ধুত্ব এবং ধর্মীয় পর্যটনের প্রচারও তাদের যাত্রার উদ্দেশ্যে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct