বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকে ‘দিদির দূত’ কর্মসূচিতে হাজির হলেন সাংসদ মালা রায়। এদিন তিনি বিভিন্ন গ্রামে যাবার পাশাপাশি বিভিন্ন স্কুলও পরিদর্শন করেন। সেরকমই গঙ্গাজলঘাটি দক্ষিণ চক্রের জেলাডিহি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে যান তৃণমূল সাংসদ মালা রায়,সেই স্কুলের প্রধান শিক্ষক যখন ডি.এ’র ব্যাপারে সাংসদের কাছে জানতে চান তখন সদুত্তরের পরিবর্তে মিলল দোষারোপ। মিড ডে মিল থেকে শুরু করে বাচ্চাদের জুতো বিতরণ সবকিছু নিয়েই তাকে দুষতে দেখা গেল। শুধু তাই নয় আঙ্গুল উঠিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে দেখা গেল গঙ্গাজলঘাটি ১নং ব্লকের সভাপতি নিমাই মাঝিকেও। যেখানে ডি এ সরকারি কর্মচারীদের কাছে বর্তমানে একটি মারাত্মক ইস্যু, সেই ইস্যু নিয়ে নিয়ে প্রশ্ন করাতেই কি এই বিপত্তি? শুধু তাই নয় আঙ্গুল উঁচিয়ে উঁচু গলায় প্রধান শিক্ষককে ব্লক সভাপতির ধমক দিলো সেই ছবিও দেখা গেল। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সাক্ষীগোপাল কর্মকার জানান ডি.এ’র প্রশ্ন তোলাতেই তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হলো।
এ বিষয়ে সাংসদ মালা রায় জানান ‘দিদির দূত’হয়ে যখন আমরা স্কুলে এসেছি,সেখানে মাস্টার মশাই স্কুলের কথা না বলে সরাসরি ডি.এ’র কথা জানতে চান,ডি.এ’র ইস্যু একটি বিচারাধীন বিষয় তার বিষয়ে কোন তথ্য আপাতত নেই। তাই স্কুলের সব কাজকর্ম ঠিকঠাক যেন হয় তিনি এটাই বলতে চাইলেন,স্থানীয় নেতৃত্বকেও বিষয়টিকে দেখভাল করার জন্য তিনি বলে গেলেন। এ নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়া সাংসদ সুভাষ সরকার মালা রায়ের বক্তব্যকে হুমকি বলে অভিযোগ করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct