এহসানুল হক, বসিরহাট: বৃহস্পতিবার বসিরহাট-২ ব্লকের চৈতা পঞ্চায়েতের এলাকায় ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে শামিল হলেন বিধানসভার মুখ্য সচিব বিধায়ক নির্মল ঘোষ। এদিন তিনি প্রথমে গৌরী ঘোষ একটি মসজিদে পাশাপাশি মন্দিরে পুজো দিলেন। তারপর যান কৃপালপুর প্রাথমিক বিদ্যালয় । গোপালপুর প্রাথমিক বিদ্যালয় গিয়ে এলাকার মানুষের সঙ্গে কথা বললেন, এলাকার মানুষের অভিযোগ এখানে কোন আর্সেনিক পানীয় যুক্ত জল নেই। এলাকার মানুষের দাবি অবিলম্বে আর্সেনিকমুক্ত পানীয় জল দিতে হবে। সেই দাবি নিয়ে এদের নির্মল ঘোষ বলেন অবশ্যই এক সপ্তাহের ভিতরে আর্সেনিকমুক্ত পানীয় জলের ব্যবস্থা করা হবে প্রাথমিক বিদ্যালয়ে ।সেখান থেকে গৌরিভোজ এলাকায় স্থানীয় মানুষের বাড়ি বাড়ি যান। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা তাঁরা পাচ্ছেন কি না, জানতে চান। এরপর তিনি যান মালিতিপুর একটি বেসরকারি মাদ্রাসায়। সেখানে মাদ্রাসার ছাত্রদের সঙ্গে কথা বলেন তিনি। পরে চৈতা গ্রাম পঞ্চায়েতে। সেখানে পঞ্চায়েতের কর্মী ও জন প্রতিনিধিদের সঙ্গে এলাকার উন্নয়ন নিয়ে বৈঠক করেন। পরে তিনি কেন্দুয়া মোড়ে একটি জনসংযোগ সভা করেন ও বাড়ি বাড়ি যান। এদিন বিধায়ক নির্মল ঘোষ এর সঙ্গে উপস্থিত ছিলেন, সঙ্গে ছিলেন বসিরহাট উত্তর বিধানসভার চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ রনি, বসিরহাট ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি মিহির ঘোষ, চৈতা পঞ্চায়েতের প্রধান প্রমুখ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্মল ঘোষ তিনি বলেন, সকাল থেকেই আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি সেই কর্মসূচি থেকেই বিভিন্ন বার্তা দেওয়া হয়। এলাকার মানুষের অভাব অভিযোগ শোনা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প সে প্রকল্প তারা পেয়েছেন কিনা জানতে চাওয়া হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct