আপনজন ডেস্ক: আর্মেনিয়ার সামরিক বাহিনীর ব্যারাকে অগ্নিকান্ডে অন্তত ১৫ সৈনিক নিহত হয়েছেন। ৩ সেনা আশংকাজনক অবস্থায় আছেন। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ওই সামরিক ইউনিটের ইঞ্জিনিয়ার ও স্নাইপার সেনাদলের ব্যারাকে ছড়িয়ে পড়া আগুনে ১৫ সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় দগ্ধ আরো তিনজনের অবস্থা আশংকাজনক।’ বৃহস্পতিবার স্থানীয় সময় রাত দেড়টায় আর্মেনিয়ার পূর্বাঞ্চলের গেঘারকুনিক অঞ্চলের আজাত গ্রামে অবস্থিত ব্যারাকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। গত আগস্ট আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানের এক জনবহুল বাজারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ১২ জনেরও বেশি ব্যক্তি নিহত হন।
বড় আকারে যুদ্ধের অবসান হলেও, সাবেক সোভিয়েত দেশটির সঙ্গে তাদের প্রতিবেশী শত্রু দেশের বৈরি সম্পর্ক অব্যাহত রয়েছে। ৩০ লাখ মানুষের দেশটি এখনও আজারবাইজানের সঙ্গে ২০২০ সালের যুদ্ধ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে। এই যুদ্ধে পরাজয়ের পর দেশটি গভীর রাজনৈতিক সংকটে পড়ে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct