নকীব উদ্দিন গাজী, ডায়মন্ডহারবার: তৃণমূলকে ভোট না দিলে যারা লোককে লক্ষ্মীর ভান্ডারে টাকা দেয়া বন্ধ করবে, সাইকেল কেড়ে নেবে বলে হুমকি দিচ্ছে, এই টাকাটা কি তৃণমূলের বাবার টাকা? এমনই ভাষায় ডায়মন্ড হারবার জনসভা থেকে হুংকার ছাড়লেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। একইসঙ্গে তিনি জানালেন সবাই তো আর দিদির ভাইপো অভিষেক ব্যানার্জি নয়। যে আমেরিকায় গিয়ে চিকিৎসা করাতে যাবে, দুবাই চিকিৎসা করাতে যাবে। তাই আমাদের মতো সাধারণ মানুষ যাতে পিজি হসপিটাল চিকিৎসা করাতে পারে। দুবাইয়ের মতো ওই ব্যবস্থা এই রাজ্যে করুক কারণ। আমাদের টাকা নেই আমরা আমেরিকায় যেতে পারবো না। ব্যাঙ্গার্থক ছলে মুখ্যমন্ত্রী ও অভিষেক ব্যানার্জিকে লক্ষ্য করে এমনই তির্যক কথাবার্তা বললেন নওশাদ সিদ্দিকী। ডায়মন্ড হারবার বাসস্ট্যান্ডে এদিন তিল ধরানোর জায়গা ছিল না। একই সঙ্গে তিনি পঞ্চায়েত নিয়ে জানান, আইএসএফ আগামী পঞ্চায়েত নির্বাচনের জন্য নমিনেশন ফাইভ করতে যাবে বাধা দিলে তা আইএসএফ বুঝে নেবে। হাইকোর্টের বিচারপতির এজলাস বয়কট করার সিদ্ধান্তকে তিনি সমর্থন করেন না তিনি জানিয়েছেন বিচার প্রক্রিয়া কারোর অপছন্দ হতে পারে তার ঊর্ধ্বতনও কর্তৃপক্ষ আছে সেখানে যাওয়া দরকার বা উচিত কিন্তু এইভাবে এজলাস বয়কট করা উচিত নয়। শাসকদলের দুর্নীতির অভিযোগ তুলে ধরে তিনি বলেন, বাড়ি বাড়ি দূত পাঠিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই তথ্য দিয়ে এনআরসি হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। বক্তব্য রাখেন য় দলের রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ মাইতি, রাজ্য সহ সম্পাদক তাপস ব্যানার্জি, জেলার সভাপতি আবদুল মালেক মোল্লা প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct