নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: বাংলায় বসবাস করা অনগ্রসর সম্প্রদায়ের মেধাবী পড়ুয়াদের জন্য নতুন প্রকল্প চালুর কথা ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি আলিপুরদুয়ারের প্রশাসনিক সভার মঞ্চ থেকেই OBC’দের জন্য এই প্রকল্পের কথা ঘোষণা করেন। বাংলার পড়ুয়ারা যাতে অর্থাভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হন তার জন্য ২০১১ সাল থেকেই সচেষ্ট হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই প্রচেষ্টারই ফল ‘কন্যাশ্রী’, ‘সবুজসাথী’, স্টুডেন্ট ক্রেডিট কার্ড’, ‘স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ’, ‘ঐক্যশ্রী’। এবার সেই তালিকাতেই যুক্ত হয়ে গেল আরও একটি প্রকল্পের নাম, ‘মেধাশ্রী’। বৃহস্পতিবার রাজ্যের অনগ্রসর শ্রেনীর মেধাবী পড়ুয়াদের জন্য এই প্রকল্পের নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের আওতায় এবার থেকে অনগ্রসর শ্রেনী বা OBC সম্প্রদায়ের মেধাবী পড়ুয়ারা প্রতি মাসে ২২৫ টাকা করে পাবে। যারা হোস্টেলে থেকে পড়াশোনা করে সেই সব ছাত্রছাত্রীরা ১০ মাসের জন্য প্রতি মাসে ৫২৫ টাকা করে পাবে এই স্কলারশিপে। আর বই কেনার খরচ বাবদ এককালীন একটা টাকা পাবে। যারা বাড়ি থেকে স্কুলে যাতায়াত করে পড়াশোনা করে তারা পাবে ৭৫০ টাকা করে এবং যারা হোস্টেলে থেকে পড়াশোনা করে তারা পাবে ১০০০ টাকা করে। প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তফসিলি জাতি, উপজাতি, ওবিসি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের প্রি-ম্যাট্রিক স্কলারশিপ বন্ধ করে দিয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন মোদি সরকার। কিন্তু গরিব পড়ুয়ারা যাতে বৃত্তি থেকে বঞ্চিত না হয়, তার জন্য রাজ্যের কোষাগার থেকেই তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে এই লক্ষ্য পূরণের জন্য আগামী আর্থিক বছরের বাজেটে পর্যাপ্ত পরিমাণ অর্থ বরাদ্দও করা হবে। তফসিলি জাতি, উপজাতি বা ওবিসি শ্রেণিভুক্ত কোনও ছাত্রছাত্রীর পারিবারিক আয় বার্ষিক আড়াই লক্ষ টাকার কম হলে কেন্দ্রের তরফে এতদিন বৃত্তি মিলত। যে পড়ুয়ারা বাড়িতে থেকে পড়াশুনো করে, তারা প্রতি মাসে ২২৫ টাকা এবং আবাসিক ছাত্রছাত্রীরা ১০ মাসের জন্য প্রতি মাসে ৫২৫ টাকা করে পেয়ে থাকে এই স্কলারশিপে। আর বই কেনার খরচ বাবদ এককালীন এই দুই ধরনের পড়ুয়া যথাক্রমে ৭৫০ এবং ১০০০ টাকা করে পায়। কিন্তু এখন মোদি সরকার সেই বৃত্তি বন্ধ করে দিয়েছে প্রথম থেকে অষ্টম শ্রেনীর পড়ুয়াদের জন্য।কেন্দ্রের সিদ্ধান্তে এখন শুধুমাত্র নবম ও দশম শ্রেণির যোগ্য পড়ুয়ারাই ওই বৃত্তি পাবে। বঞ্চিত হতে হবে প্রথম থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের। এর দরুণ বাংলার বুকে বসবাস করা ও এতদিন ধরে বৃত্তির সুযোগ পেত যারা সেই সব তফসিলি জাতি, উপজাতি বা ওবিসি শ্রেণিভুক্ত ছাত্রছাত্রীরা যাতে এই সুযোগ থেকে বঞ্চিত থেকে না যায় তার জন্য পদক্ষেপ করছে মমতার সরকার। মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, কেন্দ্রের বন্ধ করে দেওয়া প্রকল্প নিজেই চালাবে রাজ্য। নবান্নের আধিকারিকদের দাবি, কেন্দ্র যে প্রকল্প বন্ধ করে দিচ্ছে এমন নয়। আবার এই প্রকল্প যে একা কেন্দ্রের তাও নয়। এই প্রকল্পের জন্য এতদিন যে অর্থ বরাদ্দ হত তার ৭৫ ভাগ দিত কেন্দ্র সরকার। ২৫ ভাগ দিত রাজ্য সরকার। এখন কেন্দ্র যেহেতু প্রথম থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত বৃত্তির খরচ আর বহণ করতে রাজি নয় তাই এই অংশের খরচ রাজ্য সরকার একাই বহণ করার সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, এতদিন প্রথম থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত পড়ুয়াদের বৃত্তি দিতে কেন্দ্র সরকার বই কেনার খরচ বাবদ যে ৭৫০ টাকা করে দিত তা বাড়িয়ে ৮০০ টাকা করা হবে। অন্যান্য ক্ষেত্রে কিছু বৃদ্ধি হবে কি না, তা এখনও আলোচনার স্তরে রয়েছে। তবে নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, OBC পড়ুয়াদের প্রথম থেকে অষ্টম শ্রেনীর ছাত্রছাত্রীদের জন্য টাকা যখন খরচ করতেই হবে তখন কেন নতুন প্রকল্প চালু হবে না। সেই সূত্রেই এদিন তিনি ‘মেধাশ্রী’ প্রকল্প চালুর কথা ঘোষণা করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct