নিজস্ব প্রতিবেদক, মোথাবাড়ি, আপনজন: কালিয়াচক-২ ব্লকে তৃণমূলের প্রকাশ্য জনসভায় চাঁদের হাট। মালদা-সহ মুর্শিদাবাদের একধিক নেতা সমাবেশে হাজির হন। এদিন মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দল থেকে নেতা, কর্মীরা তৃণমূলে যোগদান করেন। এদিন নেতাদের দেখতে কালিয়াচক-২ ব্লকের মোথাবাড়ির পিডব্লিউডি মাঠে কর্মী, সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মোথাবাড়ি বিধানসভা তৃণমূল কমিটির উদ্যোগে এই জন সমাবেশ। হাজির ছিলেন ২ মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন, রাজ্যসভার সংসদ নাদিমুল হক, জঙ্গীপুরের সাংসদ ও জঙ্গীপুর জেলা তৃণমূল সভাপতি খলিলুর রহমান, প্রাক্তন মন্ত্রী তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরি ছাড়া হাজির ছিলেন মুর্শিদাবাদের নবগ্রামের বিধায়ক কানাইলাল, বিধায়ক মোশারফ হোসেন, তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বকসি, জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, বিধায়ক তথা যুব তৃণমূল সভাপতি চন্দনা সরকার, মালদা জেলা সংখ্যালঘু সেলের চেয়ারম্যান তথা শিক্ষানুরাগী মোহা: নজরুল ইসলাম, সংশ্লিষ্ট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফিরোজ সেখ প্রমুখ। বিভিন্ন দল থেকে দলে দলে তৃণমূলে যোগদান নিয়ে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, ‘বিভিন্ন দল থেকে আমাদের দলে নেতা, কর্মীরা আসতে চাইছেন। কিন্তু খেয়াল রাখতে হবে দিদির নেতৃত্বে তৃণমূল করতে হলে মন থেকে দলটা করতে হবে। রাজ্যের উন্নয়ন নিয়ে মন্ত্রী তাজমুল হোসেন বলেন, ‘দেশের একমাত্র নেত্রী মমতা ব্যানার্জি। গোটা দেশে এবার নেতৃত্ব দেবেন তিনি। উন্নয়ন কাকে বলে তিনি বাংলায় তা করে দেখিয়েন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সরকারি পরিষেবার প্রচলন তিনি করিয়ে দেখিয়েছেন। রাজ্যে এমন কোনও পরিবার নেই যেখানে মমতা ব্যানার্জির প্রকল্প পৌঁছয়নি।’ প্রাক্তন মন্ত্রী তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরি জানান, ‘আমরা একসময় কংগ্রেস করেছি। পরে মমতা ব্যানার্জি আমাদের পথ দেখিয়েছেন। তাঁর নেতৃত্বে তৃণমূল এগিয়ে চলেছে। চারিদিকে উন্নয়নের জোয়ার বইছে। মালদা জেলাও সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে এগিয়ে চলেছে।’ জঙ্গীপুরের সাংসদ ও জঙ্গীপুর জেলা তৃণমূল সভাপতি খলিলুর রহমান বলেন, ‘মমতা ব্যানার্জির ‘দুয়ারে সরকার’কে ভারত সরকার স্বীকৃতি দিয়েছে। ২০২১ সালে বিজেপি ক্ষমতায় আসার জন্য অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। বাংলার মানুষ তা প্রত্যাখান করে মমতা ব্যানার্জিকেই তৃতীয়বারের জন্য বেছে নিয়েছে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct