সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: প্রধান মন্ত্রী আবাস যোজনা চালু হতেই রাজ্য জুড়ে দুর্নীতির ঘটনা সামনে আসতেই সেই দুর্নীতি রুখতে কেন্দ্র সরকারের তরফ থেকে কেন্দ্রীয় তদন্ত দল পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গের প্রথমে দুই জেলায় তার পরে আবার দশ জেলায় কেন্দ্রীয় প্রতিনিধিদল পাঠায় সেই মতো মুর্শিদাবাদের রাণীনগর বিধানসভা এলাকার হেরামপুর অঞ্চল ঘুরে দেখলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। যাদের আবাস যোজনার তালিকায় নাম এসেছে এবং যাদের নাম বাদ গেছে প্রতিটা লিস্ট অনুযায়ী বাড়ি বাড়ি ঘুরে ঘুরে তদন্ত করলো কেন্দ্রীয় তদন্তের প্রতিনিধিদল, এই তদন্ত করতে এসে এক বৃদ্ধ দম্পতির ক্ষোভের মুখে পড়ল তারা । ওই দম্পতির বক্তব্য প্রথম লিস্টে তাদের নাম ছিল দ্বিতীয়বার যখন তাদের কাছ থেকে কাগজপত্র নিয়ে যাওয়া হয় তারপরেই লিস্ট থেকে তাদের নাম বাদ গেছে। তারা কেন্দ্রীয় তদন্তকারী দলের সামনে কান্নায় ভেঙে পড়ে। তারা বলে আপনারা আমার ঘর বাড়ি দেখুন। আমি কোথায় এবং কি অবস্থায় বাস করি দেখুন যদি আমি পাওয়ার যোগ্য হই তবে আমাকে একটা ঘরের ব্যবস্থা করে দিন বলে জানান। আদিও কি আবাস যোজনার তালিকা থেকে যোগ্য ব্যক্তিরা বাদ পড়েছে তারা কি ঘর পাবে সেই বিষয়ে একাধিক প্রশ্ন রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষে মুখে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct