অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: আগামী ২০ জানুয়ারি রাজ্যে আসছে কেন্দ্রীয় দল। সেই দল ঘুরে ঘুরে রাজ্যের স্কুলগুলিতে পরিদর্শন চালাবে। মিড ডে মিল (বর্তমান নাম পিএম পোষণ যোজনা) প্রকল্পের কোথাও কোনো ফাঁক ফোকর রয়েছে কিনা, তা খুঁজে দেখবেন তাঁরা। সেই পরিদর্শনের আগে ১৩ তম জয়েন্ট রিভিউ ভিশন(জেআরএম) এর জন্য প্রস্তুতিমূলক ভাবে শুরু হয়েছে জেলার বিভিন্ন বিদ্যালয়গুলিতে পরিদর্শন। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক থেকে শুরু করে, অবর বিদ্যালয় পরিদর্শক, সহকারী বিদ্যালয় পরিদর্শক তথা জেলা বিদ্যালয় পরিদর্শকেরা বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করছেন। সেই মতো দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের অন্তর্গত বিভিন্ন বিদ্যালয় গুলিতে শুরু হয়েছে এই পরিদর্শন। গঙ্গারামপুর ব্লকের অন্তর্গত শিশু শিক্ষা কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র , প্রাথমিক বিদ্যালয়, উচ্চ প্রাথমিক বিদ্যালয় ও হাই স্কুল মিলিয়ে প্রায় ৩০৫ টি বিদ্যালয় রয়েছে, যেগুলিতে মিড ডে মিল চলে। সেই সমস্ত বিদ্যালয়ে গুলিতে শুরু হয়েছে এই পরিদর্শন। গঙ্গারামপুর ব্লক সূত্রে জানা গিয়েছে, ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকার জন্য একজন করে ব্লক লেভেল অফিসার কে দায়িত্ব দেয়া হয়েছে। স্বয়ং গঙ্গারামপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ১২টি উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যাবেন।
এ বিষয়ে গঙ্গারামপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দাওয়া শেরপা জানান, ‘গঙ্গারামপুর ব্লকের অন্তর্গত যে সমস্ত বিদ্যালয়ে গুলিতে মিড ডে মিল প্রকল্প রয়েছে, সেই সমস্ত বিদ্যালয় গুলিতেই এই পরিদর্শন চলছে। বিদ্যালয় গুলি যথাযথভাবে হাইজিন মেন্টেন করছে কিনা, অ্যাডিশনাল নিউট্রিশন দেয়া হচ্ছে কিনা এই সমস্ত নানা দিক খতিয়ে দেখা হচ্ছে।’
এ বিষয়ে গঙ্গারামপুর ব্লকের ওসি মিড ডে মিল (ভারপ্রাপ্ত) দেবজিৎ বালা জানান, ‘বিদ্যালয়ের পরিকাঠামো খতিয়ে দেখা হচ্ছে।
পাশাপাশি, মিড ডে মিলে অতিরিক্ত নিউট্রিশন এর বিষয়টিও দেখা হচ্ছে। প্রায় সবই ঠিকঠাক রয়েছে। অল্প কিছু সংখ্যক বিদ্যালয়ের ক্ষেত্রে কিছু বিষয় সামনে এসেছে। সেই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের যথাযথ পরামর্শ দেয়া হচ্ছে। পাশাপাশি, বিদ্যালয় গুলি যাতে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি মেনে চলেন , মিড ডে মিলের লোগো থেকে শুরু করে মেনু চার্ট থাকে সেই সমস্ত বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে।’
এ বিষয়ে জেলা শিক্ষা দফতরের এক উচ্চপদস্থ পরিদর্শক জানান, ‘জেআরএম টিম পরিদর্শনের এর আগে আমাদের জেলার প্রত্যেক অফিসার প্রতিদিন নিয়মিত যথেষ্ট সংখ্যক বিদ্যালয় পরিদর্শন করবেন। তাই প্রত্যেক বিদ্যালয় প্রধানদের ইতিমধ্যে জানানো হয়েছে বিদ্যালয় পরিদর্শকদের যথোপযুক্ত সাহায্য করার মাধ্যমে নিজ নিজ প্রস্তুতি সম্পন্ন করে নিতে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct