সেক আনোয়ার হোসেন, তমলুক: ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল ১৫ টি বাড়ি।এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় বাবা ও মেয়ের। পুলিশ জানিয়েছে মৃত দুজনের নাম গোকুল বর (৫৫) ও মল্লিকা বর (১৭)। পাশাপাশি আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে পূর্ব মেদিনীপুর জেলার মেচেদাতে।জানা যায়, বুধবার ভোরে মেচেদা ব্রীজ সংলগ্ন একাধিক ঝুপড়ি বাড়ি রয়েছে। কাজে যাওয়ার আগে রান্নার কাজ চলছিল। আচমকাই একটি ঝুপড়িতে আগুন লেগে যায়। সেই আগুন মুহূর্তের মধ্যে পাশাপাশি একাধিক ঝুপড়িতে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যায়দমকলের দুটি ইঞ্জিন ও কোলাঘাট থানার পুলিশ। আগুনের তীব্রতা এতই ছিল দ্রুতার সঙ্গে ঝুপড়ি বাড়িতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের ফলে প্রায় ১৫ টি বাড়ি পুড়ে ছাই হয়। প্রায় সবাই ঘুমে আচ্ছন্ন ছিল। কিন্তু অসুস্থ থাকার কারণে ঝুপড়ি বাড়ি থেকে বের হতে পারেনি বাবা ও মেয়ে। অগ্নিদদ্ধ হয়ে মৃত্যু হয়। ঘটনার আহত হয়েছে একাধিক। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এই ঘটনার প্রসঙ্গে কোলাঘাট থানার ওসি ইমরান মোল্লা বলেন, “অগ্নিকাণ্ডে ফলে ১৫ টি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। দু’জনের মৃত্যু হয়েছে, দমকল বাহিনী দ্রুতদার সঙ্গে কাজ করছে। তদন্ত করে দেখা হচ্ছে।” স্থানীয় বাসিন্দা চণ্ডীচরণ বেরা বলেন, “সকালে বস্তির লোক কাজে যাওয়ার আগে রান্না করছিল।কোন কারনে একটি বাড়িতে আগুন লেগে যায়। সেই আগুন অন্য বাড়িতে ছড়িয়ে যায়। একটি ঝুপড়িতে অসুস্থ ছিল বাবা ও মেয়ে বাড়ি থেকে বেরোতে পারেনি দুজনেই মৃত্যু হয়েছে।”
এই খবর পেয়ে দ্রুত পরিদর্শনে যায় তমলুক সাংগঠনিক তৃণমূল জেলা সভাপতি সৌমেন কুমার মহাপাত্র, ও মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী,ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে রান্নার সামগ্রিক তুলেদেন তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct